প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
আবু নাঈম ফয়জুল্লাহ
1993 সালের এপ্রিলে টাঙ্গাইলের ঘাটাইলে নানা বাড়িতে জন্ম। দুধের শৈশব কাটে নানা বাড়িতেই। পৈত্রিক নিবাস ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায়। বেড়ে ওঠা, পড়ালেখার শুরু ও দূরন্ত শৈশব কাটে এখানেই। ময়মনসিংহের জামিয়া আশরাফিয়া থেকে হিফজুল কুরআন এবং ঢাকার জামিয়া রাহমানিয়া থেকে দাওরায়ে হাদিস ও ইফতা সম্পন্ন করেন। 2019 সালে কওমি মাদরাসায় শিক্ষকতার মধ্য দিয়ে কর্মজীবন শুরু। এরপর উত্তরবঙ্গের সিরাজগঞ্জে জামিয়া মাদানিয়ায় চার বছরের মুহতামিমি জীবন। শিক্ষক ও লেখক হিসেবেই নিজের পরিচয় দিতে স্বাচ্ছন্দ বোধ করেন। কৈশোর থেকেই বইয়ের জগৎ ও পত্রিকা-ম্যাগাজিনের সাথে পরিচয়। সেই থেকেই লেখালেখিতে আগ্রহ। মাসিক আদর্শ নারীতে ছড়া লেখার মাধ্যমে লেখা প্রকাশের শুরু। রাহমানিয়া ছাত্র কাফেলার বাংলা দেয়ালিকার সম্পাদনার সাথে ছিলেন পাঁচ বছর। সাহিত্যপত্রিকা ‘সৃজন’ এর নির্বাহী সম্পাদক হিসেবেও কাজ করেছেন। বইপাঠ, সাহিত্য আড্ডা ও লেখালেখি ছাত্রজীবন থেকেই প্রিয় বিষয়। সৃজন সাহিত্য কাফেলার নিয়মিত সাহিত্য আসর পরিচালনার মাধ্যমে সাহিত্যের সংগঠক হিসেবেও রাহমানিয়ায় বেশ পরিচিতি পেয়েছেন। মাসিক আদর্শ নারী, মাসিক রাহমানী পয়গামসহ কয়েকটি পত্রিকা ও সাহিত্য সাময়িকীতে লিখেছেন‒ছড়া, ছোটগল্প, ফিচার ও প্রবন্ধ। 2023-এর ইসলামি বইমেলায় প্রকাশিত প্রথম গদ্যের বই ‘মুহতামিমের রোজনামচা’ ইতিমধ্যে পাঠক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ‘আশ্রয় চাই নবিজির মতো’ নামে আরেকটি বই প্রকাশের অপেক্ষায় রয়েছে। এর আগে ২০১৯ সালে প্রকাশিত হয়েছে তার সংকলিত প্রথম বই ‘বিষয় ভিত্তিক আয়াত ও হাদিস’।