প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
সাথী আখতার
জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। ক্লাস সেভেনে বাংলা খাতার পেছনে কবিতা লেখার মাধ্যমে সাহিত্যচর্চা শুরু করেন। শৈশবকাল থেকে সাহিত্যের প্রতি গভীর অনুরাগের কারণে সাহিত্য নিয়েই পড়াশোনার ইচ্ছে ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর শেষে আমেরিকা মিনেসোটার সেন্ট ক্লাউড স্টেট ইউনিভার্সিটিতে এমবিএ পড়তে যান। একবছর পর দেশে ফিরে আসেন। পরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেন। কিছুদিন একটা স্কুলে শিক্ষকতা করেন। ডায়েরীর পাতায় নিরবে নিভৃতে লিখে গেছেন হৃদয়ের গভীর থেকে উৎসারিত আবেগের কথকতা। প্রকাশ করার কথা অসংখ্যবার ভেবেও কোনো লেখা প্রকাশ করা হয়নি। ২০২০-এ করোনা মহামারীর পরাবাস্তব পৃথিবী এক আশ্চর্য উপলব্ধির সামনে দাঁড় করিয়ে দেয় সাথী আখতারকে। আলো-ছায়ার অনিশ্চয়তার মাঝে দাঁড়িয়ে মৃত্যু-চিন্তায় আচ্ছন্ন মন বলে ওঠে," আগামীকাল নাও আসতে পারে।" এই ভাবনা থেকেই ডায়েরীবন্দী লেখা প্রকাশ করতে উদ্যোগী হন। অনলাইন সাহিত্যভিত্তিক পেইজে এবং পত্রিকায় নিজের লেখা প্রকাশ করেন। 'পাঁজরে পুষ্পের ঘ্রাণ' সাথী আখতারের প্রথম গল্পগ্রন্থ।