প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
ঝর্ণা চ্যাটার্জী
ঝর্ণা চ্যাটার্জী শৈশব থেকে কবিতা লিখতে ভালোবাসতেন ঝর্ণা চ্যাটার্জী (জন্ম ১৯৩৯)। পরে গদ্যসাহিত্য রচনাতেও তাঁর আগ্রহ জন্মায়। পশ্চিমবঙ্গের ছোট্ট শহর আরামবাগে শৈশব ও কৈশোর কাটানোর ফলে প্রকৃতি ছিল তাঁর অতিপ্রিয় নিত্যসহচরী। কোলকাতায় বেথুন কলেজ থেকে এবং পরে কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে অনার্স ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৬৬ সালে কানাডায় আসার পর ইউনিভার্সিটি অব ম্যানিটোবায় মনস্তত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বিয়ের পরে কিছুদিনের জন্য টরন্টো ও সার্নিয়াতে বসবাস করেছেন ঝর্ণা। ১৯৮৯ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন ইউনিভার্সিটি অব অটোয়া থেকে। যুক্ত ছিলেন কানাডার কেন্দ্রীয় সরকারের সাথে-- সমাজবিজ্ঞান সম্পর্কিত গবেষণার কাজে। বিশ্বভ্রমণ ও সেই অভিজ্ঞতা নিয়ে লেখা ও নিজের তোলা ছবির মাধ্যমে অন্যের সাথে ভাগ করে নেওয়া তাঁর অন্যতম নেশা। বেশ কয়েক বছর ধরে অটোয়ার বাঙালি অ্যাসোসিয়েশন ‘দেশান্তরী’র ই-ম্যাগাজিন ‘লিপিকার’ সম্পাদনার দায়িত্ব পালন করে চলেছেন। প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে-- চোখের দেখা প্রাণের কথা (কবিতা, নব দিগন্ত প্রকাশনী, কোলকাতা), ভালবাসার ছড়াছড়ি (শিশুদের জন্য কবিতা, নব দিগন্ত প্রকাশনী, কোলকাতা), সন্ধ্যারাগে (কবিতা, বাংলা প্রকাশ, ঢাকা), ভালবাসার গল্প (ছোটগল্প ও প্রবন্ধ, বাংলা প্রকাশ, ঢাকা), তুষার-বরফ-জমাট বৃষ্টির কবিতা ও কাহিনি (পালক, ঢাকা), তুলনা তার নাই (ভ্রমণ কাহিনি, সপ্তর্ষি প্রকাশন, কোলকাতা), অন্তরে বাহিরে (কবিতা, পরম্পরা প্রকাশন, কোলকাতা)। ইংরেজি বইয়ের মধ্যে রয়েছে A Grand Voyage Around the World (Travelogue, Palok, Dhaka), Earth from North to South (Travelogue, Palok, Dhaka), A Sprinkling of Europe (Travelogue, Palok, Dhaka), It's A Wonderful World (Travelogue, Palok, Dhaka).