প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মঞ্জুশ্রী ব্রহ্ম
মঞ্জুশ্রী ব্রহ্মের জন্ম ১৯৪৯ সালের ২ মে, গাজীপুর জেলার শ্রীপুর থানার উজিলাব গ্রামে। বাবা ডা, ননী গোপাল ধর ও মা শান্তি বালা ধর। মঞ্জুশ্রী ব্রহ্ম ১০ বছর বয়সে মাতৃহারা হওয়ার পর লেখাপড়া বন্ধ হয়ে যায়। কিন্তু তার বাবা ডা. ননী গোপাল ধরের খুব ইচ্ছে ছিল মেয়েকে ডাক্তারি পড়ানোর। পরবর্তী সময়ে স্বামী বিজয় বিহারী ব্রহ্ম ও বড় ভাইয়ের (ডা. লিটন ধর) অনুপ্রেরণা, শ্বশুরবাড়ির সহযোগিতা আর নিজের আগ্রহে পুনরায় লেখাপড়া শুরু করে বিএ পাস করেন। শুরুতে স্কুলে শিক্ষকতা করেন, পরবর্তী সময়ে জীবনবীমায় চাকরি করেন। সংসার জীবনে তিন পুত্র ও এক কন্যার জননী। তাঁর জ্যেষ্ঠ সন্তান 'গৌতম ব্রহ্ম' ১৯৯৫ সালে মাত্র ৩০ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর স্বামীকে হারান। এবং সবশেষে পুত্রতুল্য মেয়ের জামাই ড. সুকুমার রায়কে হারিয়ে আবার তিনি শোকে স্তব্ধ হয়ে যান। ছেলের অকালমৃত্যুতে মায়ের ভেতরের হাহাকার থেকে 'বহমান স্মৃতি' (২০২১) নামে একটি কবিতার বই লেখেন।