clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Sheikh Prince Akash books

followers

শেখ প্রিন্স আকাশ

শেখ প্রিন্স আকাশ, একজন আধুনিক তরুন কবি, লেখক, সাহিত্যিক, গবেষক; -— বিজ্ঞান, দর্শন ও মুক্তচর্চায় সুস্থির। শিক্ষানুরাগী, শিল্পানুরাগী ও সৃজনশীল উদ্যোক্তা। এছাড়াও তিনি নানামুখী প্রতিভাসহ বাল্যকাল হতে ভালো অঙ্কন দক্ষতায় সাড়া ফেলেন। বর্তমানে লেখালেখির পাশাপাশি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে ফ্রিল্যান্সিং করছেন। তিনি শিক্ষিত পূর্ব পুরুষের ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আবুল বাশার শেখ ও গৃহিণী রিজিয়া বেগম - এর পূত্র। জন্ম ৭ম জানুয়ারি ২০০১ খ্রিস্টাব্দ, পিতৃনিবাস ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় বংকুরা গ্রামে। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন। জন্মের ৪ বছর অবধি কথা না বলে শুধু ইশারায় সংকেত দিতেন। ৫ বছর বয়সে কথা বলে সবাইকে চমকে দেন। তিনি বেশ নিরব ও গম্ভীর স্বভাবের। তবে হাসিখুশি থাকতে পছন্দ করেন। শিক্ষা জীবনে মেধাবী শিক্ষার্থী হিসেবে মাদ্রাসা, স্কুল ও কলেজ পেরিয়ে এখন স্নাতকে পড়ছেন। তবে তিনি মনে করেন: একাডেমিক শিক্ষার চেয়ে স্ব-শিক্ষায় শিক্ষিত হওয়াই অতীব জরুরি। লেখালেখির শুরু করেন ২য় শ্রেণী থেকে। শ্রেণী- কক্ষ-দেয়ালে কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি দেখে তাঁদের ব্যক্তিত্বের অনুপ্রেরণায় লিখতে শুরু করেন এবং ব্যাকরণ ও সাহিত্য চর্চায় নিমগ্ন হন। পরবর্তীতে ১১ বছর বয়স হতে লেখালিখি গ্রহণযোগ্যতা পায়; সেই থেকে বিভিন্ন ছোট কাগজ, দৈনিক পত্রিকাসহ সাপ্তাহিক ও মাসিক সাহিত্য বিভাগে তার কবিতা প্রকাশিত হতে থাকে এবং পাশাপাশি বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনে কাজ করেন। এরই মধ্য দিয়ে ‘কিশোর কবি’ খ্যাতি অর্জন করেন। ১৮ বছর বয়সে কবির প্রথম কাব্যগ্রন্থ ‘ক্রুদ্ধ আগ্নেয়গিরি’ প্রকাশিত হয় ‘আন্তর্জাতিক অমর একুশে গ্রন্থমেলা ২০১৯’-এ‌। এরপর ‘জীবিত লাশের চিরকুট’, ‘আগুনের জল’, ‘কে আমি?’ ‘মানুষ এবং মানুষ’ কাব্যগ্রন্থ আসতে থাকে এ কবি’র।

শেখ প্রিন্স আকাশ এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed