Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Ayesa Sathi books

follower

আয়শা সাথী

আয়শা সাথী, ১৯৮৭ সালের ১৭ই মার্চ তিনি বরগুনা জেলায় জন্মগ্রহণ করেন। মোঃ আঃ রব মিয়া ও নিলুফা রব দম্পত্তির দ্বিতীয় সন্তান তিনি। ২০০৩ সালে বরগুনা সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০০৫ সালে বরগুনা সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে ২০১২ সালে বরিশাল বি এম কলেজ থেকে স্নাতকোত্তর পাশ করেন। বর্তমানে তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন। চাকুরিক্ষেত্রে ২০১৭ সালে "প্রাথমিক শিক্ষা পদক" প্রতিযোগিতায় জেলা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন, যার প্রেক্ষিতে ২০১৯ সালে সরকারি শিক্ষা সফরে চীন ভ্রমণ করেন। একই বছর চাকুরি ও শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে তিনি বরগুনা জেলা থেকে "জয়িতা (বেগম রোকেয়া পদক)" নির্বাচিত হন। তিনি শিক্ষা বিষয়ক একাধিক গবেষণামূলক প্রবন্ধ, ম্যাগাজিন ও নাটক রচনা করেন। অন্যান্য প্রকাশনার মধ্যে রয়েছে নৈঃশব্দের কাব্য (কবিতা), মুখোমুখি (উপন্যাস), একাত্তরের রণাঙ্গনে (উপন্যাস)। এছাড়াও তিনি পর্যটন বিষয়ক বাৎসরিক ম্যাগাজিন (বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়), মাসিক মহিলা ভূবন, মাসিক সর্পন সাহিত্য সাময়িকী, সাপ্তাহিক রূপসী বাংলা (নিউইয়র্ক), ত্রৈমাসিক সুপ্রভাত সিডনি (অস্ট্রেলিয়া) সহ একাধিক দেশি ও বিদেশি পত্রিকার একজন নিয়মিত কবি ও কলামিস্ট। ২০২৩ সাল থেকে তিনি মহিলা বিষয়ক মাসিক ম্যাগাজিন "মহিলা ভূবন" এর সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আয়শা সাথী এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed