প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
ইয়াশুতাকা শুতশুই
ডার্ক থ্রিলার এবং স্যাটায়ারের জন্য বেশ জনপ্রিয় ইয়াসুতাকা সুতসুই। জন্মেছেন ১৯৩৪ সালের ২৪ সেপ্টেম্বর জাপানের ওসাকায়। তিনি একই সাথে ঔপন্যাসিক, সায়েন্স ফিকশন লেখক, এবং অভিনেতা। সাকিও কোমাৎসু এবং শিনিচি হোশির চেয়েও কম জনপ্রিয় নন তিনি। তার প্রথম উপন্যাস 'তোকি ও কাকেরু সোযো (১৯৬৭)' বেশ কয়েকবার সিনেমা, ম্যাঙ্গা, টিভি সিরিজে রূপান্তরিত হয়েছে, এবং অন্যান্য উপন্যাসের মধ্যে 'পাপরিকা (১৯৯৩)', 'দ্য গার্ল হু লিপ্ট থ্রু টাইম (১৯৬৭)', চার পর্বের 'দি মিলিওনিয়ার ডিটেকটিভ (১৯৭৫-১৯৭৭)' রূপান্তরিত হয়েছে অ্যানিমেতে। এগুলো ছাড়াও তার সেরা কাজকর্ম গাসপার্ড ইন দ্য মরনিং, হেল, দ্য মেইড, সালমোনেল্লা মেন ওন প্ল্যানেট পর্ণো উল্লেখযোগ্য। তার সাহিত্যগুলো জাপানের পোস্ট-মর্ডান সায়েন্স ফিকশনের ভিত্তি হিসেবে ধরা হয়। তার কাজের বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে মনোবিশ্লেষণ এবং পরাবাস্তববাদ; এমনকি ১৯৫৭ সালে তার মাস্টার্স থিসিসের থিম ছিল এ বিষয়ের ওপরে। তিনি জিতেছেনও অনেকগুলো পুরস্কার—তানিজাকি পুরস্কার (১৯৮৭), ইজুমি কিয়োকা পুরস্কার (১৯৮১), কাওয়াবাতা ইয়াসুনারি পুরস্কার (১৯৮৯) এবং নিহন এসএফ তাইশো পুরস্কার (১৯৯২)। তার সাহিত্যকর্মের কারণে ১৯৯৭ সালে ফরাসি সরকার তাকে 'অর্ডার অব আর্টস অ্যান্ড লেটার্স' সম্মাননা দেন। ইংরেজিতে তার সাহিত্যের অনুবাদ অনেক কম, এবং বাংলায় একটিও নেই। 'দ্য গার্ল হু লিপ্ট থ্রু টাইম’ বইটির মাধ্যমে তার পরিচিতি ঘটতে যাচ্ছে বাংলা সাহিত্যে।