প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
জাহাঙ্গীর আলম চৌধুরী
মূলত 'চৌধুরী' বংশের উৎপত্তিস্থল পাঞ্জাবে। এর অর্থ চারের মালিক। সুলতানি আমলে ৮৪টি গ্রামের সমন্বয়ে তালুক কিংবা জেলার দায়িত্ব ছিল জমিদারদের। এই জমিদারদেরকে 'তালুকদার' উপাধি দেয়া হয়। তালুকদারদের মধ্যে যারা প্রভাবশালী জমিদার ছিল, অর্থাৎ তীক্ষ্ম বৃদ্ধিসম্পন্ন, সাহসী, মেধাবী এবং রাজ্যে সৈন্য সরবরাহ করত দিল্লীর সুলতান তাদেরকে 'চৌধুরী' আখ্যায়িত করে উচ্চমার্গীয় স্থান দেয়। মোঘল আমল থেকে ধীরে ধীরে এই 'চৌধুরী' বংশীয় উপাধী সমগ্র উপমহাদেশে ছড়িয়ে পড়ে। আনুমানিক সুলতানী ও মোঘল আমলের মাঝামাঝিতে কিংবা মোঘল আমলের শুরুর দিকে পাঞ্জাবের কিছু জমিদার গোষ্ঠী দক্ষিণ-পূর্ব বাংলায় অর্থাৎ কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী জেলার আনুমানিক মিলিত স্থানে এসে বসবাস শুরু করেন। আনুমানিক সেই গোষ্ঠীরই এক পুরুষের নাম। ১. গফুর উদ্দিন চৌধুরী তার ছেলে, ২. সফর উদ্দিন চৌধুরী তার ছেলে, ৩. আহমদ আলী চৌধুরী তার ছেলে, ৪. আব্দুর রশিদ চৌধুরী তার ছেলে, ৫. জাহাঙ্গীর আলম চৌধুরী। কবি জাহাঙ্গীর আলম চৌধুরী জন্মগ্রহণ করেন ১৯৬২ সালের ১লা জানুয়ারি কুমিল্লা জেলা বরুড়া উপজেলার ঝলম এলাকার ওড্ডা চৌধুরী বাড়িতে। তিনি বর্তমানে নিউ ইয়র্ক বসবাস করেন।