প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
কাজী সিতান
কাজী নূর সিতান তাঁর পরিচিত মহলে কাজী সিতান নামেই অধিক পরিচিত। যদিও কাছের মানুষেরা তার ডাকনাম সিতিকে ছোট করে সিতু বলেই ডেকে থাকেন। দুই ভাইবোনের মাঝে তিনি কনিষ্ঠ। জন্ম ঢাকায়। বেড়ে ওঠাও ঢাকায়। আজিমপুর কলোনি আর রায়েরবাজার কে ঘিরে। স্কুল কলেজ গন্ডি পেরিয়ে ঢাকা ডেন্টাল কলেজ থেকে ডেন্টাল সার্জারিতে গ্র্যাজুয়েশন করেন তিনি। তারপর ঢাকা ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন (এম. এস.) করেন ওরাল ম্যাক্সিলো ফেসিয়াল সার্জারিতে। বর্তমানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ডেন্টাল ইউনিটে চিকিৎসা ও শিক্ষকতা পেশায় কর্মরত। ছেলেবেলায় শিক্ষক বাবা মার উৎসাহ আগ্রহে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করেছেন। ধানসিঁড়ি, স্বচিত্র বাংলাদেশ, শিশু, নবারুণ, কিশোর বাংলা তার মাঝে অন্যতম। প্রাপ্ত বয়সেও বিভিন্ন পত্রপত্রিকা যেমন প্রথম আলো, যায় যায় দিন ইত্যাদিতে তাঁর লেখা প্রকাশিত হয়েছে বিভিন্ন সময়। কোন একসময় বাংলাদেশ টেলিভিশনে একাধারে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা এবং বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠানে অংশ নিয়েছেন একটানা বহু বছর। শিক্ষকতার পাশাপাশি মা-বাবা খ্যাতিমান পাঠ্যপুস্তক রচয়িতা ছিলেন। সেই সঙ্গে বহু ব্যাকরণ বই প্রণেতা। বাবা জীবনের শেষ অধ্যায়ে 'সাপ্তাহিক রোববার' পত্রিকার সম্পাদক ছিলেন। ব্যক্তিগত জীবনে কাজী সিতান বিবাহিত এবং বরিষা, রোদেলা, মৃদুলা এই তিন কন্যার জননী। স্বামী স্বনামধন্য অর্থপেডিক সার্জন।