প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
লে: কর্নেল মো: আব্দুল কাদের, জি (অব.)
লে: কর্নেল মো: আব্দুল কাদের, জি+ (অব.), ১৯৬০ সালের এপ্রিল মাসে ময়মনসিংহ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটোবেলা থেকেই কাগজের টুকরো বৃক্ষতলে পরিষ্কার মাটিতে কঞ্চির টুকরো কিংবা শুকনো কাঠের চিকন টুকরো দিয়ে ৫/১০ পঙক্তির ছন্দ রচনা লেখা ছিলো তার এক ধরনের খেলার অভ্যাস। পরবর্তীতে স্কুল ও কলেজের আঙিনা পেরিয়ে নিভৃতে কবিতা ও ছন্দ রচনার অভ্যাস গড়ে উঠে। তার এই চিরকুট কবিতা বা ছন্দসমূহ তার সহধর্মিণীর খুব প্রিয় ছিলো। তিনি সেগুলো সুন্দরভাবে যত্ন করে রক্ষণাবেক্ষণ করতেন। এ রক্ষিত লিপিসমূহ থেকে তার প্রথম কবিতার বই ২০০৮ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয়। বইটির নাম ছিলো “স্ফুলিঙ্গ”। এবার রাওয়া বইমেলা ২০২৩ এ প্রকাশিত হতে যাচ্ছে কাব্যগ্রন্থ “তুমি”।