প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মো. আব্দুল কাদের
মো. আব্দুল কাদের একাধারে কবি, লেখক ও সংগঠক। কবি 'সবুজ কবিতার আসর' গ্রুপের প্রতিষ্ঠাতা ও সম্পাদক। পিতা মোহাম্মদ আমেচ উদ্দিন প্রামাণিক, মাতা মোসামাৎ সুভাষী বেগম। তিনি জোড় গাছা সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে মানবিক বিভাগ থেকে কৃতিত্বের সাথে ২০০৫ সালে দাখিল, ২০০৭ সালে আলিম ডিগ্রি সম্পন্ন করেন। তিনি উচ্চ শিক্ষা গ্রহণের জন্য ২০০৭ সালে সরকারি আজিজুল হক কলেজে বিএ অনার্স (বাংলা) বিভাগে ভর্তি হন। পরবর্তী ২০০৮ সালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে রংপুর বিশ্ববিদ্যালয়ে (পরবর্তী নামকরণ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়) বিএ অনার্স (বাংলা) বিভাগে ভর্তি হন। উক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০১২ সালে বাংলা বিষয়ে কৃতিত্বের সাথে বি এ অনার্স ও ২০১৩ সালে এম এ ডিগ্রি সম্পন্ন করেন। উলেখ্য তিনি উক্ত বিশ্ববিদ্যালয় থেকে কোর্স শিরোনাম: গবেষণাপত্র: আখতারুজ্জামান ইলিয়াসের গল্প নিয়ে একটি গবেষণা পত্র তৈরী করেন। ২০০৮ সালে তাঁর লেখা কবিতা দৈনিক আজ ও আগামীকাল পত্রিকায় ডিসেম্বর সংখ্যায় প্রথম প্রকাশিত হয় (কথাগুলি শোকের)। তাছাড়া তিনি দৈনিক যুগের আলো (রংপুর) পত্রিকায় অসংখ্য কবিতা প্রকাশ করেন। কবি'র প্রথম যৌথ কাব্যগ্রন্থ "ডুবে ডুবে ভালোবাসি (২০২৩)" দ্বিতীয় যৌথ কাব্য গ্রন্থ "কষ্টের পৃথিবী (২০২৩) কবির প্রথম কাব্যগ্রন্থ "মুক্তির সংগাম "এবং দ্বিতীয় "খোকা খুকির মজার ছড়া" (২০২৩) কবি'র জন্ম: ৩ ফেব্রুয়ারি, ১৯৯১ গ্রামঃ দক্ষিণ জোড় গাছা (৫৮৩১) থানা সারিয়াকান্দি জেলা: বগুড়া শখ: বই পড়া এবং ভ্রমণ করা।