প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আব্দুল্লাহ আল মামুন
আব্দুল্লাহ আল মামুন, পিতা- মাওলানা আব্দুল জলিল, মাতা- শামসুন্নাহার চৌধুরী। ১৯৭১ সালের ৩১ জুলাই মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়স্থ হলিমপুর গ্রামে তাঁর জন্ম। পিতা ছিলেন মাদ্রাসার খ্যাতিমান অধ্যক্ষ ও একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি প্রথম। গোড়ারাই সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাঁর শিক্ষা জীবন শুরু। পরবর্তীতে তিনি বিএ, বিএড ও এমএড ডিগ্রি অর্জন করেন। তিনি অত্যন্ত মেধাবী ও কর্মচঞ্চল মানুষ। শৈশব থেকেই লেখালেখির প্রতি তাঁর ভীষণ ঝোক ছিল। কলেজ জীবনে 'সবুজাভ' নামে একটি কবিতার পুস্তিকা বের করেন। তখন পাঠক মহলে বেশ সাড়া পাড়ে। এরপর থেকে বিভিন্ন লিটল ম্যাগাজিনসহ স্থানীয় ও জাতীয় পত্রপত্রিকায় তাঁর লেখা বের হতে থাকে। সম্প্রতি মহীয়সী প্রকাশ থেকে সাত জন কবির লেখা কবিতায় সমৃদ্ধ 'সপ্তর্ষী' কাব্যগ্রন্থ বের হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইস বুকের মাধ্যমে তাঁর কবি প্রতিভার ব্যপ্তি বিদ্যমান। তিনি কবিগুরু রবীন্দ্রনাথের প্রতি অত্যন্ত অনুরক্ত। হয়তো এজন্যই তাঁর কবিতায় কবিগুরুর প্রভাব পরিলক্ষিত হয়। অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও যুক্তিবাদী এই কবি পেশাগত জীবনে একজন শিক্ষক। বর্তমানে তিনি ভাদগাঁও তাহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে কর্মরত আছেন। তিনি অত্যন্ত আড্ডাপ্রিয়, হাসোজ্জ্বল, প্রাণচঞ্চল ও সদালাপী। শিক্ষার্থীদের সাথে তাঁর সম্পর্ক অত্যন্ত নিবিড় ও বন্ধুত্বপূর্ণ। তাঁর নিরন্তর অনুপ্রেরণা শিক্ষার্থীদের পাথেয়। পারিবারিক জীবনে তিনি এক ছেলে ফজলে রাব্বি ও এক মেয়ে উম্মে হাবিবা জাহান মুনের বাবা। স্ত্রী নিলীমা বেগম লিপি তাঁর সাহিত্য ও কাব্য সৃষ্টির অনন্য সারথী। তাঁর 'বৈরী বাতাস বিপন্ন মৃত্তিকা' কাব্যখানি নিঃসন্দেহে বাংলা সাহিত্য ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করবে।