প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আব্দুর রশিদ
কবি, লেখক আব্দুর রশিদ ১৯৬৫ সালে জন্ম। লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার শ্রীরামপুর নামক গ্রামে তার স্থায়ী ঠিকানা। পেশাগত কারনে দেশের বিভিন্ন স্থানে তার পদচারণা। তিনি ১৯৮০ সাল থেকে লিখছেন। তার প্রকাশিত গ্রন্থ: কাব্য- এরিজোনা; প্রতিবন্ধি প্রেম; সেতু বন্ধন ॥ গল্প- নীল ওড়না ॥ উপন্যাস: দহন ॥ শিশুতোষ: হীরামনিদের ছড়া ॥ তিনি দুইশতের অধিক গান লিখেছেন। নওগাঁ জেলার বদলগাছী থানায় 'ছনের ঘর সাংস্কৃতিক বহুমুখী সমবায় সমিতি'র প্রতিষ্ঠাতা। এছাড়াও লেখকের নিজ গ্রামে স্থানীয় মানুষ 'কবি বাজার' নামে তার সম্মানে একটি বাজার প্রতিষ্ঠা করেছেন।