প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
খান আহমেদ ইফতেখার
খান আহমেদ ইফতেখার, পিতা- খান আখতার হোসেন, মাতা- উম্মে আছমা শিখা। জন্ম: ৬ জুন ২০০২। ঢাকা ডেলটা মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্র। শিশুকাল থেকেই লেখালেখি ও অঙ্কনের দিকে আগ্রহ বেশী। এ পর্যন্ত গাঙচিল প্রকাশন প্রকাশিত ২০০টি গ্রন্থের প্রচ্ছদ শিল্পী হিসেবে কাজ করেছেন। তিনি বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লিখে থাকেন। তাঁর লেখা শিশুতোষ গ্রন্থ 'কি আনন্দ আকাশে বাতাসে', 'ছড়ায় ভুবন ভরিয়ে দেব', 'হালুম হুলুম', 'মিষ্টি মধুর সুরে' 'এসো গাই দেশের জয়গান'। লেখালেখির জন্য তিনি বাংলাদেশ ও ভারত থেকে বিভিন্ন সম্মাননা পেয়েছেন। তাঁর বড় ভাই ডাঃ খান আহমেদ ইশতিয়াক এবং একমাত্র বোন ডা: ঈশিতা হোসেন। খান আহমেদ ইফতেখার ভবিষ্যৎ জীবনের লক্ষ্য সে ডাক্তার হয়ে দেশের সেবা করবে। তিনি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত একজন তরুণ। এশিয়া মহাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। বঙ্গবন্ধুকে তিনি হৃদয়ে ধারণ করেন। বঙ্গবন্ধুকে নিয়ে তাঁর লেখা "স্বপ্ন ছোঁয়ায় বঙ্গবন্ধু" ২০২৪ সালের বই মেলায় প্রকাশিত হলো। তিনি গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের স্থায়ী সদস্য, গাঙচিল প্রকাশন এবং গাঙচিল টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক। লেখাপড়ার পাশাপাশি তিনি সাংবাদিকতা করেন।