clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Mufti Husain Ahmod Al Habibi books

followers

মুফতী হুসাইন আহমদ আল হাবিবী

তিনি একজন স্বপ্নবাজ তারুন্যদীপ্ত আলেম। যিনি সারা বাংলাদেশে নাহু-ছরফ এবং আদব জগতের সুপরিচিত ব্যক্তি। রচনা করেছেন অসাধারণ কিছু গ্রন্থ। জন্ম নারায়ণগঞ্জ রুপগঞ্জ থানাধীন মুড়াপাড়া দড়িয়াকান্দী গ্রামে। ১৯৮৪ ঈসায়ীর ২৩ মার্চ। প্রাথমীক শিক্ষা দরিয়াকান্দী ইসলামিয়া রশিদিয়া মাদরাসায়। এরপর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী বড় মাদরাসায় কয়েক বছর পড়াশোনা করার পর তিনি আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় ভর্তি হন। সেখানে কিংবদন্তি আলেম আল্লামা আহমদ শফি রহ. ও আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর সান্নিধ্য ও ছাত্রত্ব লাভের সুযোগ ‍সৃষ্টি হয় এবং সেখানে মিশকাত, দাওরায়ে হাদিস এবং তাফসীর বিভাগে পড়াশোনা করেন। তারপর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী বড় মাদরাসায় ইফতা বিভাগে দুই বছর পড়াশোনা করেন। তারপর তিনি আল মারকাজুল ইসলামি ঢাকায় আল্লামা শহিদুল্লাহ ফজলে বারী রহ. এবং মাহাদুশ শায়েখ ইলিয়াস রহ. ঢাকায় আল্লামা নুরুল হক রহমানী এর কাছে আদব বিভাগে পড়াশোনা করেন। তিনি মারকাজুল হুদা আল ইসলামী বাংলাদেশ ঢাকায় অর্ধ যুগ আদব বিভাগে সহকারী নাজিমে তালিমাত হিসাবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর তত্ত্বাবধানে জামিয়া আশরাফিয়া মাদরাসা সাইন বোর্ড ঢাকায় নাহু-ছরফ কোর্সে দায়িত্ব পালন করেন এবং বরিশাল চরমোনাই পীর সাহেব হুজুরের মাদরাসা জামিয়া রশিদিয়া ইসলামিয়া মাদরাসা এবং জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জ মাদরাসায় নাহু-ছরফ কোর্সে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি নিজের প্রতিষ্ঠিত মাদ্রাসা মারকাজুল হিদায়াহ বাংলাদেশ যাত্রাবাড়ী ঢাকায় অবস্থানসহ বাংলাদেশের বিভিন্ন জেলাতে নাহু-ছরফ কোর্সের আঞ্জাম দিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ।

মুফতী হুসাইন আহমদ আল হাবিবী এর বই সমূহ

(Showing 1 to 16 of 16 items)

Recently Viewed