প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
খালিদ মোশারফ
খালিদ মোশারফ ১৯৮৯ সালে মেহেরপুর জেলার শালিকা গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা ভাষাসৈনিক মো. আওলাদ হোসেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। খালিদ মোশারফের মায়ের নাম মনোয়ারা বেগম। খালিদ মোশারফ ২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে উচ্চশিক্ষা অর্জন করেছেন। তিনি উচ্চমাধ্যমিক পড়াকালীন 'অঙ্কুর' নামক একটি পত্রিকা প্রকাশ করতেন। তিনি ছাত্রজীবনে একটি কাব্যগ্রন্থ প্রকাশ করে চমক লাগান। ২০১৬ সালে ঢাকার বেহুলা বাংলা তার আরও একটি বই 'আরেক প্রকাশের টানে' প্রকাশিত হয়েছিল। তিনি সংবাদপত্রে নিয়মিত কলাম লেখেন। তার শিক্ষা নিয়ে কাজ করার প্রবল আগ্রহ রয়েছে। ২০২০ সালে তিনি দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে পাঠদান কার্যক্রম চালিয়ে এলাকার শিক্ষা উন্নয়নে ভূমিকা রেখেছিলেন। খালিদ মোশারফ পেশাগত জীবনে শিক্ষামূলক বিভিন্ন প্রকল্প যেমন রস্ক, সেকায়েপ, ইইওএসসিপি প্রজেক্টের সঙ্গে কাজ করেছেন। তিনি ২০১৮ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করেছিলেনে এবং পাঁচ বছর শিক্ষকতা করেছিলেন। পরবর্তী সময়ে তিনি ২০২৩ সালে ইন্সট্রাক্টর (সাধারণ) হিসেবে পিটিআই, সোনাতলা, বগুড়ায় যোগদান করেন। খালিদ মোশারফ ট্রেনিং পরিচালনা, কম্পিউটার চালনা ও ইংরেজিতে কথা বলায় দক্ষ। শিক্ষক প্রশিক্ষণ পরিচালনায় তার আছে উচ্চতর প্রশিক্ষণ।