clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Dr. Nusrat Jahan Drishti books

followers

ডা. নুসরাত জাহান দৃষ্টি

নুসরাত জাহান দৃষ্টি। পেশায় চিকিৎসক। বর্তমানে ক্লিনিক্যাল সমাজকর্মী, যৌন স্বাস্থ্য বিষয়ক পরামর্শক। এর বাইরে তিনি একাধিক প্রতিষ্ঠানে প্রধান স্বাস্থ্য উপদেষ্টা ও বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদানে কাজ করছেন। সমাজ সেবার পাশাপাশি তিনি প্রজনন, মাতৃ স্বাস্থ্য, নবজাতক, শিশু-কিশোরীর স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, পুষ্টি, স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ সংক্রান্ত জনস্বাস্থ্য বিষয়ক প্রকল্পের কার্যক্রমে নিয়োজিত আছেন। গণমাধ্যমেও রয়েছে তার নিয়মিত পদচারণা। তাই বাংলাদেশ বেতারসহ সরকারি-বেসরকারি টেলিভিশনে প্রচারিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে নিয়মিত আলোচনায় অংশ নিয়ে চিকিৎসা বিষয়ে জনসেবায় ভূমিকা রাখছেন। বিভিন্ন দৈনিক জাতীয় পত্রিকায় এ বিষয়ে নিয়মিত লিখছেন। যার স্বীকৃতি হিসেবে ইতোমধ্যে তিনি 'Best Clinical Social Worker'সহ একাধিক সম্মাননা পেয়েছেন। গণমাধ্যম ছাড়াও সোশ্যাল মিডিয়ায়ও তিনি কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ব্যাপক আলোচিত। তার ইউটিউট চ্যানেল 'SexEdu With Dr Dristy'-এর মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক ভিডিয়ো তৈরি করে তিনি ইতোমধ্যে সফলতা পেয়েছেন। যার স্বীকৃতি হিসেব ইউটিউব কর্তৃপক্ষ থেকে তিনি সিলভার প্লেট বাটন পেয়েছেন। তরুণ এই চিকিৎসকের জন্ম ২৭ ডিসেম্বর দিনাজপুরে হলেও বেড়ে উঠেছেন ঢাকায়। শিক্ষা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করার পর তিনি একই বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা অনুষদ থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। ডাক্তার নুসরাত জাহান দৃষ্টি 24h World Meeting on Sexual Medicine এ অংশগ্রহণ করেছেন। Sexual Medicine এর ওপর Certificate Course on Premature Ejaculation, Erectile Dysfunction, Sex Education ইত্যাদি সম্পন্ন করেছেন। বর্তমানে Master Class on Sexual Medicine এবং Fellowship in Psychosexual Medicine-এ অধ্যায়নরত। পাশাপাশি তিনি আইনবিদ্যায় স্নাতক (LLB) অধ্যায়ন করছেন। তিনি ২০২২ সাল থেকে International Society for Sexual Medicine (ISSM) এবং South Asian Society for Sexual Medicine (SASSM) এর সদস্য হিসেবে যুক্ত আছেন।

ডা. নুসরাত জাহান দৃষ্টি এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed