প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
ফয়সাল আহমেদ
ফয়সাল আহমেদ জন্ম ১৯৬৪ সালের ৭ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ জেলার অন্তর্গত ভৈরব থানাধীন ভৈরবপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। মধ্যবিত্ত সাঙ্গীতিক পরিবেশে পারিবারিক বেষ্টনীতে তিনি বড় হয়ে উঠেন। তার বাবা আব্দুল জব্বার একজন হোমিও ডাক্তার। তিনি অত্র এলাকাতে অত্যন্ত জনপ্রিয় সফল চিকিৎসক। চিকিৎসক হিসেবে ব্যাপক পরিচিতির পাশাপাশি একজন সৌখিন সেতার বাদক হিসেবেও তাঁর পরিচিতি ছিল। উস্তাদ আয়েত আলী খাঁ সাহেবের কাছে উনার সঙ্গীতে হাতেখড়ি। সঙ্গীত পরিবারে জন্মগ্রহণকারী জনাব ফয়সাল আহমেদের সঙ্গীতে প্রথম হাতেখড়ি বাবার কাছেই। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি ছিল তার দুর্বার নেশা। পরবর্তীতে উস্তাদ ইসরাইল খান সঙ্গীত নিকেতন থেকে সঙ্গীত শিক্ষা লাভ করেন। উস্তাদ আবদুল মতিন, উস্তাদ মনজুর হোসেন ও উস্তাদ তোফাজ্জল হোসেনের কাছে নজরুল সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীতসহ উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নেন। ১৯৮৯ সালে ঢাকায় এসে ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনে নজরুল সঙ্গীতের উপর তালিম নেন শ্রদ্ধেয়া অঞ্জলি দিদি, আহসান মোর্শেদ, সঞ্জীব দে, সোহরাব হোসেন প্রমুখ বিদগ্ধ সঙ্গীতবিশারদের কাছে। পরবর্তীতে শুদ্ধ নজরুল সঙ্গীতের উপর প্রায় এক যুগ ধরে তালিম নেন উস্তাদ সুধীন দাস ও সোহরাব হোসেনের কাছে 'নজরুল ইনস্টিটিউট'-এ। বর্তমানে তিনি বুলবুল একাডেমী অব ফাইন আর্টস (বাফা)-তে নজরুল সঙ্গীত শিক্ষক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ বেতারেও নজরুল সঙ্গীত এবং আধুনিক গানের নিয়মিত শিল্পী। একজন সুরকার, গীতিকার হিসেবেও তার একটা পরিচয় পাওয়া যায়। জনাব ফয়সাল আহমেদের লেখা আধুনিক গানে কণ্ঠ দিয়েছেন উস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী, শেখ জসিম, সুজিত মোস্তফা, ক্লোজআপ ওয়ান-এর সালমা, সানি জুবায়ের, ফাতেমাতুজ জোহরা, তপু ও তাহসানসহ এ প্রজন্মের অনেক জনপ্রিয় শিল্পী। 'সুরেরধারা' লেখকের সঙ্গীতবিষয়ক প্রথম প্রকাশিত গ্রন্থ। -বিশ্বজিৎ বণিক শিক্ষক, শিশু সংগঠক ও সাংস্কৃতিক কর্মী ভৈরববাজার, কিশোরগঞ্জ।