প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
শাহাদাত হোসাইন
ঘন কালো শ্মশ্রুমন্তিত তীক্ষ্ণ চোখের অধিকারী একজন সুপরুষ। সুন্দর অবয়ব থেকে শুভ্রতার মতো ঝরে পড়ে জ্ঞান ও সৃজনশী- লতার সমন্বিত আভা। বৈষয়িক বাধ্যবাধকতা কিংবা জীবিকার সংশ্লিষ্টতায় নয়, বরং সাহিত্য ও শিল্পকলার প্রতি তার অন্বেষা জন্মগত। বাংলা সাহিত্যে তার প্রথম পদক্ষেপ কবি হিসেবে হলেও মূলত গল্পেই তার স্বচ্ছন্দ পদচারণা। অন্তর্জালে ছড়িয়ে পড়া তার বেশকিছু গল্প আমার পাঠ করার সুযোগ হয়েছে। সাবলীলতা, বৈচিত্র্য এবং পটের ভিন্নমাত্রিকতায় আমি তখন একজন পরিপক্ক ও সমৃদ্ধ গল্প কথককে আবিষ্কার করেছি। নীতিবিবর্জিত সাহিত্যের এই কলুষিত দুনিয়ায় অনাগত শতাব্দীর বিশুদ্ধবাদীরা যাদের আগমণ-প্রতিক্ষায় ব্যাকুল, শাহাদাত হোসাইন তাদেরই একজন। ইহজাগতিক নৈরাশ্যবাদীদের ভীড়ে শাহাদাত নিত্য লালন করে আকাশছোঁয়া সব স্বপ্ন, নিঃসীম সেই স্বপ্নের ঝলকরূপী এক কাগুজে অস্তিত্বের নাম- 'স্বপ্নের মতো পাওয়া।' জীবনমুখী, কৃত্রিমতাবিবর্জিত এবং প্রান্তস্পর্শী একগুচ্ছ গল্পসমৃদ্ধ শাহাদাত হোসাইনের এই আদর্শিক স্টেটমেন্টের জগতে আপনাকে স্বাগতম। আমি মনে করি বইটি বাংলা সাহিত্যের সংস্কারমুখী বিশুদ্ধ বাস্তবতায় একটি নবাগত সংযোজন হতে চলেছে, ইনশাআল্লাহ। সেইসাথে বিশ্বাস করি- ভীষণ স্বাপ্নিক ও আত্মপ্রত্যয়ী এই তরুণ লিখন-দক্ষতায় একদিন মানিক বাবু, তারাশঙ্কর কিংবা বিভূতিভূষণকেও স্পর্শ করবে। আমার আশাবাদ পূর্ণতার মুখ দেখুক। জয়তু শাহাদাত।