Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Md Omar Faruqe books

follower

মো ওমর ফারুক

আমি মো ওমর ফারুক ( Md Omar Faruqe ) ঢাকার মিরপুরের একজন স্থায়ী বাসীন্দা। আমার মায়ের নাম সামছুন নাহার ( Shamsun Nahar )। আমার পিতার নাম মো নাদেরুজ্জামান ( Md Naderazzaman )। আমার জন্ম ১০ এপ্রিল ১৯৮৪। আমরা ছয় ভাই-ভোনের মধ্যে আমি সবার ছোট। আমি আমার লিখিত উপন্যাস সারপ্রাইজ (SURPRISE) প্রকাশের জন্য আপনাদের স্বনামধন্য প্রতিষ্ঠান রকমারির সকল প্রক্রিয়া সম্পন্ন করেছি। আমার প্রকাশনীর নাম " নাহার জামান "। আমি নোয়াখালী জেলার চাটখিল থানার ছয়ানী টবগা গ্রামে অবস্থীত " ছয়ানী টবগা সরকারি প্রাথমিক বিদ্যালয় " থেকে প্রাইমারি শীক্ষা সমাপ্ত করি। তারপর আমি ২০০১ সালে নোয়াখালী জেলার চাটখিল থানায় অবস্থীত " চাটখিল পাঁচ গাঁও সরকারি মাধ্যমিক বিদ্যালয় " থেকে বিজ্ঞান বিভাগে SSC পরীক্ষায় অংশগ্রহন করে পদার্থ বিজ্ঞানে ফেল করে অকৃতকার্য হই।একই বিভাগ থেকে ২০০২ সালে পুনরায় পরীক্ষা দিয়ে SSC পাশ করি। তারপর ২০০৪ সালে ঢাকা জেলায় অবস্থীত " ঢাকা ইমপিরিয়াল কলেজ " থেকে ব্যাবসায় শীক্ষা বিভাগে পাশ করি।তারপর আর পড়ালেখা করিনি। মূলত আমি স্কুলে পড়াকালীন সময়ে টুকিটাকি ছড়া, কবিতা, গান লেখার চেষ্টা করতাম। আমার লেখা ছড়া, কবিতা, গানগুলো খুব একটা ভাল ছিলনা বিধায় কখনও প্রকাশের চেষ্টা করিনি। দীর্ঘ সময় ধরে আমি ভীষন অসুস্থ ছিলাম তারপর হুটকরে একদিন মোবাইলে টাইপ করে কিছু একটা লেখার চেষ্টা শুরু করলাম। তখন থেকে একটু একটু করে লিখতে লিখতে এই উপন্যাসটি কোনমতে জোড়া-তালি দিয়ে শেষ করতে পেরেছি। আমার এই লেখা উপন্যাস ( সারপ্রাইজ ) সহ যত লিখনী রয়েছে সকল লিখনীগুলোই মহান আল্লাহ তায়ালা কর্তৃক এক Special Gift.

মো ওমর ফারুক এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed