প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
শোভন সোম
জন্ম : ১৯৩২ শিলচর। পঞ্চাশের শুরুতে কবিতা, দেশ, কৃত্তিবাস, পূর্বাশা, পরিচয় প্রভৃতি পত্রিকায় কবি হিসেবে আত্মপ্রকাশ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম. এ., রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডি. লিট । শান্তিনিকতন-কলাভবনের স্নাতক ও প্রাক্তন অধ্যাপক । অধ্যাপক, শিল্প-ইতিহাস, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় দেশবিদেশের সারস্বত প্রতিষ্ঠানে শিল্পকলা ও সংগীত বিষয়ে বক্তৃতা প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে বাংলায় দুটি কাব্যগ্রন্থ, একটি উপন্যাস, এবং সাতটি প্রবন্ধের বই ; হিন্দীতে শিল্পকলা বিষয়ক দুটি বই এবং ইংরেজিতে বাংলার লােকচিত্র বিষয়ক একটি বই । বাংলা প্রবন্ধের বইগুলির মধ্যে শেষ বই দুটি। আঠারাে-উনিশ শতকের কলকাতার শিল্প-সংস্কৃতি বিষয়ে ‘ওপেটি বাইস্কোপ' এবং রবীন্দ্রনাথের ছবি কবিতা গান নাটক ইত্যাদির আন্তসম্পর্ক নিয়ে ‘বিচিত্রের দূত। অতিথি-সম্পাদক রূপে সম্পাদনা করেছেন ‘ললিতকলা কন্টেমপােরারি ৩৬’ এবং দুটি বিশ্ববিদ্যালয় পত্রিকা। প্রিয় বিষয়, সংগীত শখ, বাংলা কাব্যগীতির ডিস্ক সংগ্রহ।