প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
আবু ইউসুফ
আবু ইউসুফ বাংলাদেশের চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই ধর্মের প্রতি ছিল তার অপরিসীম টান। গ্রামের মক্তব থেকেই ধর্মীয় শিক্ষার হাতেখড়ি। জেনারেল শিক্ষার চাপের কারণে দ্বীনি পরিবার-পরিবেশ না পাওয়ায় ধর্মীয় শিক্ষায় আর বেশিদূর এগোতে পারেননি। এমনভাবে কেটে গেছে বেশ লম্বা একটা সময়; আর সেই সাথে ধর্মীয় শিক্ষার সাথে দূরত্ব বেড়ে গেছে অসীম পর্যায়ে। যখন হুঁশ ফিরল, ততক্ষণে পেরিয়ে গেল অনেক মূল্যবান সময়; যোগ হলো পাহাড় সমান পাপের বোঝা। মহান রবের অশেষ রহমতে দ্বীনে ফেরার পর প্রায় তিন বছর আল কুরআন নিয়ে পড়াশুনা করার একপর্যায়ে ‘অলৌকিক কুরআন-এর মতো একটি বইয়ের অভাব অনুভব করছিলেন। প্রথমে নিজের জন্য অল্প অল্প করে সংকলন করেন এবং পরবর্তীতে বই হিসেবে প্রকাশের সিদ্ধান্ত নেন—যেন আরও অনেকেই এর মাধ্যমে উপকৃত হতে পারেন। আবু ইউসুফ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে পড়াশুনা শেষ করে ২০১৮ সালে চাকরি জীবনে প্রবেশ করেন। বর্তমানে তিনি ঢাকার একটি প্রাইভেট সফটওয়্যার কোম্পানিতে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন। পাশাপাশি ব্যক্তিগতভাবে ইসলামিক বিষয়ে পড়াশুনা করছেন, আল কুরআন নিয়ে গবেষণা করতে ভালোবাসেন, কুরআন এবং সহিহ সুন্নাহর আলোকে জীবন গড়ার চেষ্টা করেন, ব্যক্তিজীবনে শতভাগ ইসলাম মেনে চলার আপ্রাণ চেষ্টা করেন। জীবনের শেষমুহূর্ত পর্যন্ত যথাসম্ভব ইসলামের খেদমত করার স্বপ্ন দেখেন। আল্লাহ যেন তাকে এবং তার নেক কাজগুলোকে ইসলামের জন্য কবুল করেন, আমিন—ইয়া রব।