প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মোহাম্মদ আশরাফুল ইসলাম
মোহাম্মদ আশরাফুল ইসলাম : জন্ম ১ মার্চ, ১৯৫৯ কিশোরগঞ্জ সদর । পিতা- মো. হাফিজ উদ্দিন এবং মা- মোসাম্মাৎ জামিলা খাতুন। এস.এস.সি-আজিম উদ্দীন উচ্চবিদ্যালয়-১৯৭৪, এইচ.এস.সি- গুরুদয়াল সরকারি কলেজ- ১৯৭৬ (গভ. মেরিট স্কলারশিপসহ ) CSS-১৯৭৮-ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, গ্রাজুয়েট-১৯৯৩ এবং বিশ্ববিদ্যালয় । মাস্টার্স ১৯৯৬-জাতীয় ১৯৮১ সালে ‘একুশের উত্তরসূরী' নামে প্রথম স্মারক সম্পাদনা। ১৯৮৪ সালে কিশোরগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদ প্রতিষ্ঠা। ১৯৮৮ সালে ‘ইসলামি আদর্শপাঠ' শিশুতোষ বর্ণমালার বই, ২০০২-২০০৭ পর্যন্ত বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের ষষ্ঠ শ্রেণিতে তার লেখা পাঠ্যসূচিভুক্ত ছিল। ২০০২ সালে ভাষা আন্দোলনের পঞ্চাশ বছর পূর্তি স্মারক সম্পাদনা। তাঁর প্রকাশিত গ্রন্থসমূহ : ‘বিষয়ে বৈচিত্র্যে সীরাত’; ২০০৯, Development of Muslim Art and Architecture in Bangladesh; ২০১৪,‘আমাদের জাগরণের শতবর্ষ (১৯০৫-২০০৫) এবং ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ও এলাকার ইতিহাস’(১৫৯৯-২০১২); ২০১৪, ‘হাতিরঝিলের হাতি'; ২০১৬, ‘পাঁচ বিদ্যাসাগর'; ২০১৮ এবং সংকলন গ্রন্থ ‘রমজান' ২০১৯। বইগুলো ইতোমধ্যে পুনর্মুদ্রণ ও একাধিক সংস্করণ বের হয়েছে। তিনি এশিয়াটিক সোসাইটির ‘বাংলাপিডিয়া’ ও ‘ঢাকাকোষ' গ্রন্থের একজন লেখক । বাংলা একাডেমির স্মারকগ্রন্থসহ বিভিন্ন স্মারকগ্রন্থে তাঁর বহু লেখা স্থান পেয়েছে। কিশোরগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদ পত্রিকা'র মোট ১০টি সংখ্যার সম্পাদনার দায়িত্ব পালন ছাড়াও জাতীয়ভাবে বহু সাহিত্য সংস্কৃতি সংগঠনের স্মারক