clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Faruque Ahammed books

follower

ফারুক আহম্মদ

জন্ম ১ জানুয়ারি, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সমষপুর মিয়াজি বাড়িতে। শৈশব-কৈশাের কেটেছে সেখানেই। বাবা মাে. হারুন রশিদ। মা রেহানা বেগম। আথাকরা উচ্চ বিদআলম, রামগঞ্জ, লক্ষ্মীপুর) থেকে এসএসসি, রামগঞ্জ সদর কলেজ থেকে এইচএসসি কতিতের সঙ্গে পাস করেন। এরপর চলে আসেন ঢাকায়। পদার্থবিজ্ঞানেস-সি (সম্মান) এবং এমএস করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। পরবর্তীতে ২৮তম বিসিএস-এর মাধ্যমে কুমিল্লা সরকারি মহিলা কলেজে পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে যােগদান করেন। বর্তমানে একই প্রতিষ্ঠানে সহকারী অধ্যাপক পদে কর্মরত আছেন। এর পাশাপাশি পদার্থবিজ্ঞানে এমফিল (খণ্ডকালীন) করছেন তিনি। বিজ্ঞানের ছাত্র এবং শিক্ষক হলেও সাহিত্যের প্রতি রয়েছে প্রবল ঝােক। বিভিন্ন স্থানীয়, জাতীয় পত্রিকায় অসংখ্য লেখা প্রকাশিত হয়েছে। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৯টি। তন্মধ্যে উপন্যাস ৬টি এবং গল্পগ্রন্থ ৩টি। লেখালেখির মাধ্যমে সমাজকে পরিবর্তন করতে চান তিনি। মানুষকে অসম্ভব ভালােবাসেন এবং অতি বিশ্বাস করেন। এ কারণে কম প্রতারিত হননি। তবুও আজীবন মানুষকে ভালােবেসে যাবেন। শুধু মানুষ নয়, এ পৃথিবীর পােকামাকড় থেকে শুরু করে সবকিছুর জন্যই বড় মায়া তার। সর্বদা সেই মত্য কামনা করেন যে মৃত্য বীরতের। মত্যর পরেও বেচে থাকতে চান মানুষের হৃদয়ে। ১ মে ২০০৩ সালে নিজ গ্রামে ‘সমষপুর তােফাজ্জল-মনির-শাওন স্মৃতি গ্রন্থাগার' নামে একটি পাবলিক লাইব্রেরি গড়ে তােলেন এবং নিজস্ব অর্থায়নে লাইব্রেরিটি পরিচালনা করে আসছেন। উক্ত লাইব্রেরির পাশেই তিনি তাঁর ‘সমাধিক্ষেত্র নির্বাচন করে রেখেছেন।

ফারুক আহম্মদ এর বই সমূহ

(Showing 1 to 11 of 11 items)

Recently Viewed