প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
অনিল ঘড়াই
অনিল ঘড়াইয়ের জন্ম ১৩৬৪ সালের ১৫ কার্তিক, (ইং ১ নভেম্বর, ১৯৫৭), পূর্ব-মেদিনীপুর জেলার এগরা থানার অন্তর্গত রুক্মিণীপুর গ্রামে। পিতা—অভিমন্যু ঘড়াই, মাতা—শ্রীমতী তিলোত্তমা ঘড়াই। শৈশব-কৈশোর আর যৌবনের অনেকটা সময় অতিবাহিত হয়েছে নদীয়া জেলার কালীগঞ্জে। কর্মসূত্রে ছিলেন দক্ষিণ-পূর্ব রেলওয়ের আধিকারিক। ‘কাক’তাঁর প্রথম গল্পগ্রন্থ, ‘নুনবাড়ি’, প্রথম প্রকাশিত উপন্যাস। প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৫০টিরও অধিক। কথাসাহিত্যের পাশাপাশি কাব্যসাধনায় তিনি ছিলেন মগ্ন। শিশু কিশোর সাহিত্যেও জনপ্রিয়তা অর্জন করেছেন। পেয়েছেন সোপান সাহিত্য পুরস্কার, সর্বভারতীয় সংস্কৃতি পুরস্কার, পরিব্রাজক পঞ্চানন রায় আকাদেমি পুরস্কার, মাইকেল মধুসূদন পুরস্কার, তারাশঙ্কর পুরস্কার, মহাত্মা জ্যোতিরাও ফুলে সাহিত্য পুরস্কার, সিংভূম সাহিত্য সম্মান, একুশে স্মারক সম্মান, পদ্মা-গঙ্গা পুরস্কার, ভারত এক্সেলেন্সি অ্যাওয়ার্ড অ্যান্ড গোল্ড মেডেল, সাহিত্য সেতু পুরস্কার এবং সোমেন চন্দ স্মারক পুরস্কারসহ আরও অনেক পুরস্কার এবং সম্মান। হিন্দি এবং ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছে তাঁর বেশ কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ। প্রখর বাস্তববাদী, মানবদরদী এই তরুণ ভালোবাসতেন শব্দের তুলিতে মানুষকে চিত্রায়িত করতে। মানুষের কাছে যাওয়া তাঁর প্রিয় সখ। লেখকের অকালপ্রয়াণ ২২ নভেম্বর ২০১৪ ৷