প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
উল্লাস মল্লিক
জন্ম হাওড়া জেলার গ্রামের এক শিক্ষক পরিবারে, ১৯৭১ সালে। মাধ্যমিক পাশের পর এলোমেলো জীবন। অবশেষে স্নাতক। তারপর আবার উদ্দেশ্যহীনতা। প্রভুত অভিজ্ঞতা। শিক্ষকতা করেছেন পশ্চিমবঙ্গের গ্রাম থেকে বিহারে মফস্সলের স্কুলে। তারপর আবার প্রত্যাবর্তন এবং অন্য পথের সন্ধান। ২০০০ সাল থকে সাহিত্যচর্চার শুরু। প্রথম প্রকাশিত ‘চপের ভেতর ভূত’ গল্প রবিবাসরীয় আনন্দমেলায়, ২০০০ সালে। প্রথম উপন্যাস পূজাবার্ষিকী আনন্দলোকে, ১৪১৩ সালে। ‘দেশ’ হাসির গল্প প্রতিযোগিতায় ২০০৪ এবং ২০০৫ সালে বিজেতা এবং ২০০৭ সালে প্রশংসিত। ভালোবাসেন ক্রিকেট এবং শস্যশ্যামল খেত। অবসরে বেরিয়ে পড়েন কোনও নতুন রাস্তা ধরে অচেনা দিকে। পত্রভারতী প্রকাশিত বই পাখির বাসা, এসো আমার সঙ্গে, হাসি মজা ঠাসাঠাসি ও পেটফাটা ১৮।