প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
অদ্রীশ বর্ধন
জন্ম ১ ডিসেম্বর, ১৯৩২, কলকাতায়। একটি শিক্ষক-পরিবারে। ছােট থেকেই অজানার দিকে দুর্নিবার আকর্ষণ। অ্যাডভেঞ্চারের টান জীবনে, চাকরিতে, ব্যবসায়, সাহিত্যে। চোদ্দোবার চাকরি-বদল। নামী একটি প্রতিষ্ঠানের পারচেজ ম্যানেজার-পদে ইস্তফা দিয়ে পুরােপুরি চলে আসেন লেখার জগতে। গােয়েন্দাকাহিনি দিয়ে লেখালেখির শুরু। ‘রচনারীতির দিক থেকে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরী’— অভিনন্দন। জানিয়েছে একটি নামী সাপ্তাহিক। সেরা বিদেশি গােয়েন্দাকাহিনিকে পরিবেশন করেন বাংলায়। বিজ্ঞান, কল্পবিজ্ঞান, অতীন্দ্রিয় জগৎ, অতিপ্রাকৃত, অনুবাদ- প্রায় সব ক্ষেত্রেই পেয়েছেন স্বীকৃতি। ভারতের প্রথম কল্পবিজ্ঞান পত্রিকা ‘আশ্চর্য’র ছদ্মনামী সম্পাদক। এ ছাড়া সম্পাদনা করেন ফ্যানটাসটিক’। পত্রিকা, রেডিয়াে, ফিল্মক্লাবের মাধ্যমে কল্পবিজ্ঞানকে আন্দোলন-আকারে সংগঠিত করেন। একাধিক পুরস্কার। কিশাের জ্ঞানবিজ্ঞান ও পরপর দু’বছর দক্ষিণীবার্তা’র শ্রেষ্ঠগল্প পুরস্কার। অনুবাদের ক্ষেত্রে ‘সুধীন্দ্রনাথ রাহা’-পুরস্কার। ভালবাসেন: বই। গানবাজনা। দেশভ্রমণ।