প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
সুব্রত রায়
জন্ম ১৯৭৬ সালে, আসামের শোণিতপুর জেলার রাঙাপাড়া শহরে। স্নাতক স্তরে দাস' কলেজের কৃতি ছাত্র ছিলেন ও সর্বপ্রথম বাংলা সাম্মানিক বিষয়ে ডিস্টিংশন সহ প্রথম শ্রেণি অর্জন করে উত্ত কলেজের গৌরব বৃদ্ধি করেন। গৌহাটি বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয় নিয়ে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে বহু আকাঙ্কিত দুর্লভ স্বর্ণপদক লাভে সক্ষম হন। এ একই উপন্যাস নিয়ে প্রথম শ্রেণিতে সর্বোচ্চ নম্বর সহ এম. ফিল. ডিগ্রি পান। তিনি উত্তর পূর্বাঞ্চলীয় শ্লেট এবং বিশ্ববিদ্যালয় মঞ্জরী আয়োগের দ্বারা অনুষ্ঠিত সর্বভারতীয় নেট পরীক্ষায় উত্তীর্ হন। অধ্যাপনা জীবন শুরু হয় তেজপুরের এতিহ্যবাহী দরং কলেজে। তিনি বাসুগাও মহাবিদ্যালয় এবং গৌহাটির আর্য বিদ্যাপীঠ মহাবিদ্যালয়েও অধ্যাপনা করেছেন। বর্তমানে তিনি বঙ্গাইগ্গাও কলেজের বঙ্দভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয়, প্রধানের পদে সমাসীন। বিভিন্ন পুস্তক ও গবেষণা পত্রিকায় তিনি নিয়মিত লেখেন।