clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Sayed Ahmad books

follower

সাঈদ আহমদ

সাঈদ আহমদ, জন্ম ১ জানুয়ারি ১৯৩১, ঢাকা। পড়াশােনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং লন্ডন স্কুল অব ইকোনমিকস্-এ। পুরনাে ঢাকার সম্ভান্ত পরিবারের সন্তান, বড় হয়েছেন গানবাজনা, নাটক-চলচ্চিত্র ঘেরা পরিমণ্ডলে । বাল্যে সেতারবাদন শিক্ষা নিয়েছেন ওস্তাদ আলাউদ্দিন খানের কাছে, পরে খাদেম হােসেন খানের শিষ্যত্ব গ্রহণ করেন। পঞ্চাশের দশকের গােড়ায় তৎকালীন ঢাকা বেতারে অর্কেস্ট্রা বাদন পরিচালনা করেছেন। সঙ্গীতজগতের গুণী ব্যক্তিত্বদের ঘনিষ্ঠ সান্নিধ্যে এসেছেন তিনি। নাটক ও চিত্রকলার প্রতি তার আগ্রহ গভীর। কালবেলা (১৯৬২), মাইলপােস্ট (১৯৬৫), তৃষ্ণায় (১৯৬৮), একদিন প্রতিদিন (১৯৭৪) এবং শেষ নবাব (১৯৮২) তার উল্লেখযােগ্য নাটক। ষাটের দশকে রচিত ও অভিনীত তার বিভিন্ন নাটক আধুনিকতার ধারণা বয়ে আনে। বাংলা নাট্যমঞ্চে ইংরেজিতেও কয়েকটি নাটক লিখেছেন তিনি। এছাড়া তাঁর নাটক অনূদিত হয়েছে ফরাসি, জার্মান, ইতালীয়, উর্দু ও পাঞ্জাবি ভাষায়। তিনি চিত্রকলার সমালােচক হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেছেন। নাট্যকার, চিত্র-সমালােচক ও সংস্কৃতিবেত্তা হিসেবে বিশ্বের নানা দেশ পরিভ্রমণ করেছেন, অর্জন করেছেন বিভিন্ন সম্মান ও পুরস্কার। বাংলা একাডেমী পুরস্কার পেয়েছেন ১৯৭৫ সালে, ওয়াশিংটনের এরিনা স্টেজের নাট্যশালার দর্শকাসনের একটি সারিতে তাঁর নামাঙ্কিত রয়েছে, ফরাসি সরকারের লিজন দ্য অনার পেয়েছেন ১৯৯৩ সালে। সাঈদ আহমদের পরিপূর্ণ শৈল্পিক সত্তা ও বহুমুখী সাংস্কৃতিক কর্মকাণ্ড তাঁকে সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠা এনে দিয়েছে।

সাঈদ আহমদ এর বই সমূহ

(Showing 1 to 14 of 14 items)

Recently Viewed