Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Abdullah Al Mamun (Dramatist) books

followers

আবদুল্লাহ আল মামুন (নাট্যকার)

আবদুল্লাহ আল মামুন বাংলাদেশের নাটকের কিংবদন্তির পুরুষ। আজীবন তিনি নিবেদিত ছিলেন নাটকে এবং বাংলা নাট্যধারায় যুগিয়েছেন বিশেষ সমৃদ্ধি। এমন বহুমুখী নাট্যপ্রতিভা খুব বেশি পাওয়া যায় না। তিনি নাট্যকার হিসেবে অসাধারণ সিদ্ধির পরিচয় দিয়েছেন। তাঁর নাটকে সমকালীন জীবন ও অন্ত্যজ মানুষের আনন্দ-বেদনা গভীর ব্যঞ্জনা নিয়ে ফুটে উঠেছে। তিনি ‘থিয়েটার’ গােষ্ঠীর প্রাণপুরুষ হিসেবে নির্দেশনা দিয়েছেন অনেক নাটকের। সর্বোপরি মঞ্চ-অভিনেতা হিসেবে বহু চরিত্রে প্রাণপ্রতিষ্ঠা করেছেন তিনি। নাট্যপ্রশিক্ষণেও তাঁর জুড়ি বিশেষ ছিল না। তাঁর হাতে গড়ে উঠেছে এক ঝাক নবীন অভিনেতা-অভিনেত্রী। অভিনয় শিক্ষাদানে নিবেদিতপ্রাণ আবদুল্লাহ আল মামুন তার অভিজ্ঞতালব্ধ গভীর জ্ঞান ও প্রজ্ঞা মিলিয়ে অভিনয়-শিক্ষণের প্রাথমিক গ্রন্থ রচনা করেছিলেন ১৯৯১ সালে। এর পরবর্তী খণ্ডের। কাজ তিনি আর করে যেতে পারেন নি। কিন্তু এই বই এখন থেকে তার হয়ে প্রশিক্ষণের কাজ করে চলবে। অনাগত দিনের নাট্যকর্মীরাও এখান থেকে পাবেন শিক্ষা এবং পথ চলবার প্রেরণা।

আবদুল্লাহ আল মামুন (নাট্যকার) এর বই সমূহ

(Showing 1 to 38 of 38 items)

Recently Viewed