প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
মোস্তফা মাসুদ
মুস্তাফা মাসুদের জন্ম ১৯৫২ সালে, যশােরে । বাংলা ভাষা ও সাহিত্যে এম. এ তেত্রিশ বছর পদস্থ কর্মকর্তা হিসেবে চাকরির পর অবসর জীবন যাপন করছেন।। মূলত শিশুসাহিত্যিক হিসেবে খ্যাতিমান হলেও বড়দের উপযােগী গবেষণা-প্রবন্ধ ও গ্রন্থ রচনা, অনুবাদ ইত্যাদি ক্ষেত্রেও তিনি দক্ষতার স্বাক্ষর রেখেছেন। বাংলা একাডেমি, শিশু একাডেমীসহ দেশের খ্যাতনামা বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত তাঁর বইয়ের সংখ্যা বত্রিশটি। এসব বইয়ের মধ্যে রয়েছে: যশােরের লােকসাহিত্য, অসত্যের কালােমেঘ, স্বাধীনতা প্রিয়। স্বাধীনতা, ভালােবাসি আকাশটা নীল নীল, গল্পগুলাে মুক্তিযুদ্ধের, কুমড়াের পেটে সাতভাই, ম্যাও বাবু ও লিথিমণি, ভূত বাহিনীর কাণ্ড, আকাশ পরীর গল্প, রূপকথার ঝুলি, চলে এসাে রূপকথার দেশে, জানার আছে কতকিছু, কালাভূতের সাঙ্গোপাঙ্গ, সােনালি বিড়াল, মিষ্টি ছড়া মজার ছড়া, হাজী মােহাম্মদ মােহসীন ইত্যাদি। তিনি অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার (১৪০৫) অর্জন করেন। সৃজনশীলতা, দেশপ্রেম, অসাম্প্রদায়িক মানবতাবাদী চেতনা এবং শুভ ও কল্যাণবােধের স্ফুরণই তার সাহিত্য সাধনার মূল লক্ষ্য।