প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মাহমুদুল বাসার
মাহমুদুল বাসার আমার পরিচিত এবং প্রিয় লেখক। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলােতে তিনি প্রবন্ধ ও কলাম লিখছেন। তা সাগ্রহে পড়ি। আর নিষ্ঠা অতুলনীয়। সৎ লেখক বলতে, যাদের বােঝায়, তিনি তাদের একজন। মাহমুদুল বাসার জন্মগ্রহণ করেন ১৯৫৬ সালের ২৬ জুন, ফরিদপুর। জেলার ভাঙ্গা থানার কাপুড়িয়া সদরদী গ্রামে। তার পিতার নাম আবদুল করিম মিঞা, মাতার নাম লালমতি বেগম। পড়ালেখা করেছেন, ভাঙ্গা ঈদগাহ প্রাইমারি স্কুলে, ভাঙ্গা হাইস্কুল, ভাঙ্গা কে, এম, কলেজে। ১৯৮০ সালে ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে এম, এ, পাশ করেন। এক সময় চাঁদপুর জেলার হাজীগঞ্জ ডিগ্রি কলেজে বাংলা বিভাগে শিক্ষকতা করেছেন। এখন ভিজিটিং শিক্ষক হিসেবে দায়িত্ব পালন। করছেন শহীদ সােহরাওয়ার্দী সরকারি কলেজে। তার উল্লেখযােগ্যগ্রন্থ “সিরাজউদ-দৌলা থেকে শেখ মুজিব’, স্বাধীনতার স্থাপতি’, ‘স্বকাল ও সমকাল, বাংলা ভাষা থেকে বাংলাদেশ’, ‘আবদুল গাফফার চৌধুরী ও এক জীবন্ত কিংবদন্তী’ । ২০১১ এর বই মেলায় এসেছে ‘বঙ্গ জননী ফজিলাতুন্নেসা। এই মুহুর্তে কাজ করেছেন সাংবাদিক-সাহিত্যিক সন্তোষ গুপ্তের ওপর। এরপর কাজ করবেন শহীদ অধ্যাপক আনােয়ার পাশার ওপর। মাহমুদুল বাসারের জীবন শিল্পী জহীর রায়হান' বইটি মনােযােগ দিয়ে। পড়েছি। এতে তার পরিশ্রমের স্বাক্ষর আছে। গবেষণামূলক পর্যবেক্ষণ এ বইটিকে মূল্যবান করে তুলেছে। জহির রায়হানের প্রতিটি গল্প, প্রতিটি উপন্যাস, ধরে আলােচনা করেছেন লেখক। জহির রায়হানের রাজনৈতিক সামাজিক চেতনা এবং শিল্প চেতনার বিশ্লেষণ করেছেন। বাংলাদেশে জাহির রায়হানের মত কথা শিল্পীর ওপর এমন বই দুর্লভ।