প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
এস. জি. আব্বাস আরেব
এস.জি, আব্বাস আরেব । জন্ম: ৪ঠা আশ্বিন, ১৩৮৮ বঙ্গাব্দ । এম.টি. রােড, খুলনা । শিক্ষা: লালমাটিয়া (হাঃ সােঃ) বয়েজ হাইস্কুল, ঢাকা, ঢাকা কলেজ, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়, ঢাকা (অনার্স), আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা (মাস্টার্স), থিয়েটার স্কুল, ঢাকা (নাট্যকলা), আনন্দ আই.আই.টি ঢাকা (ডিপ্লোমা)। পেশা: ফ্রিল্যান্স সাংবাদিকতা (বাংলাদেশের প্রথম শ্রেণীর জাতীয় দৈনিক পত্রিকা ও সাপ্তাহিক-পাক্ষিক) ম্যাগাজিনে। প্রতিষ্ঠাতা ও নির্বাহি প্রধান: নবাব সিরাজউদ্দৌলা একাডেমী এবং Shab ফ্রেন্ডশিপ গার্ডেন। সাব এডিটর-সাপ্তাহিক ‘পলাশী'। জাতীয় দৈনিকে প্রথম ফিচার প্রকাশ হয়, দৈনিক প্রথম আলাে (নকশা): লাউয়াছড়ার পথে (১৩.২.০৭)। দ্বিতীয় প্রকাশ দৈনিক প্রথম আলাে (নকশা): নেত্রকোনা ঘুরে আসুন (২৭.৩.০৭)। পর্যায়ক্রমে উল্লেখযােগ্য প্রকাশনাসমূহ- দৈনিক ইত্তেফাক (তরুণ কণ্ঠ): স্বাগতম বন্ধুত্বের বাগানে (২৯.১২.০৭)। দৈনিক আমার দেশ (আমার জীবন)ঃ Shab বন্ধনে নিমন্ত্রণ (১৩.১০.০৮)।