প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
ডা. বেলায়েত হোসেন
ডা. বেলায়েত হুসাইন এম,বি,বি,এস (ঢাকা), এফ,এ,সি,এস (ইউ,এস,এ) এফ,আই,সি,এস (ইউ,এস,এ) ডিপ্লোমেট, আমেরিকান বাের্ড অব ইউরলজি। বেলায়েত হুসাইন গাজীপুর জেলার শ্রীপুর থানার। ডােয়াইবাড়ী গ্রামে ১৯৪৮ সনে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম ইজ্জত আলী সরকার, মাতা যােবেদা খাতুন। গ্রামের স্কুলে পড়াশােনা শুরু, পরে ঢাকা কলেজ শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ১৯৭২ সালে ডাক্তারী পাশ করেন। স্বাধীনতা সংগ্রামের সময় তিনি মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্র। বেলায়েত হুসাইন ১৯৭৫ সনে আমেরিকা চলে যান এবং সেখানে ইউরলজিকাল সার্জারীতে ট্রেনিং নেন। কিছুদিন শিক্ষকতা করার পর বর্তমানে ওহায়াে অঙ্গরাজ্যে প্রাইভেট প্র্যাকটিস করছেন। তার স্ত্রী ডা. কহুরাণী ও এক মেয়ে কেয়া এবং ছেলে শুভকে নিয়ে বেলায়েত হুসাইন এখন স্থায়ীভাবে আমেরিকাবাসী।