প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
তাজুল ইসলাম তাজু
তাজুল ইসলাম তাজু শুধু কথা সাহিত্যিকই নন, একাধারে তিনি একজন কবি ও গীতিকার। তাঁর জন্ম ১৩৮৬ সালের ১লা জৈষ্ঠ্য, সম্ভান্ত মুসলিম পরিবারে, কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার বােতলার পাড় গ্রাম । তার স্কুল ও কলেজ জীবন কেটেছে নিজ এলাকায়। এখনও তিনি সেখানের বাসিন্দা। এমন কেন জীবন, স্বপ্ন সত্যি হলাে, জীবন। সংগ্রাম, প্রতারক, নীলকণ্ঠ, উপন্যাসগুলাে অতি অল্প সময়ের মধ্যে ' পেয়েছে পাঠক প্রিয়তা। ছােটকাল থেকেই সাহিত্যের প্রতি তার অমােঘ আকর্ষণে লেখালেখির শুরু। সাহিত্যে সংবর্ধনা ও পুরুস্কৃত হয়েছেন অনেকবার লেখতে গিয়ে অনেক সময় তিনি মানুষের দুঃখ দুর্দশার সংগে মিলেমিশে একাকার হয়ে যান। এই উপলব্ধি থেকে বেরিয়ে আসে আরেক লেখা। ‘বনরুপা অমনি তাঁর একটি উপন্যাস। আশাকরি পূর্বের মতাে এটিও 'পাঠক মহল সানন্দে গ্রহণ করবে।