প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
মিখাইল ইলিন
মিখাইল ইলিন (১৮৯৫-১৯৫৩) ছিলেন সােভিয়েত বিজ্ঞানবিষয়ক সাহিত্যের অন্যতম জনক। মানুষ কি করে বড়াে হল’ বইটির সহলেখিকা তাঁরই স্ত্রী ইয়েলেনা সেগাল বইটি লেখা হয় ১৯৪০ সালে। প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সর্বত্র এ বইয়ের সমাদর ঘটে। জটিল ঘটনা সহজ ভাষায় স্পষ্ট করে বলার ক্ষমতা ছিল লেখকদের সেই জন্যই তাদের বইয়ের এমন সাফল্য।। এর পর বেশ কয়েক দশক পার হয়ে গেছে এই সময়ের মধ্যে। প্রত্নতত্ত্ববিদরা মাটি খুঁড়ে বহু নতুন নতুন জিনিসের সন্ধান পেয়েছেন, আরও অনেক কিছু আবিষ্কার করেছেন। এখানে লেখকেরা যে সমস্ত সিদ্ধান্ত প্রকাশ করেছেন তার কিছু কিছু আজ পুরনাে বলে অচল হয়ে গেলেও বইটি আজও প্রামাণ্য, প্রয়ােজনীয়, জ্ঞানের আগ্রহ জাগ্রত করে। এতে মানবজাতির ইতিহাস ও সংস্কৃতির উদ্ভবের যথাযথ চিত্র অঙ্কিত হয়েছে।।