প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
কাজী নূর-উজ্জামান
লে. কর্নেল (অব.) কাজী নূর-উজ্জামান। জন্ম ২৪ মার্চ ১৯২৫-এ। পিতা-খান সাহেব। কাজী সদরুলওলা, মাতা-রতুবুন্নেসা। কলকাতা। সেন্ট-জেভিয়ার্স কলেজের রসায়ন বিভাগের ছাত্র থাকা অবস্থায় ১৯৪৩ সালে নৌবাহিনীতে যুক্ত হন। ব্রিটিশ কর্মকর্তাদের সাথে মতবিরােধ ঘটায়। দু-দুবার কোর্ট মার্শাল হয়, উভয়বারই নির্দোষ। প্রমাণিত হন। ইংল্যান্ডের রয়েল আর্টিলারি স্কুল। থেকে উচ্চশিক্ষা গ্রহণ শেষে ১৯৪৯ সালে কাশ্মির যুদ্ধে যােগদান করেন । ১৯৬২ সালে তিনি ইপিআইডিসিতে বদলি হয়ে আসেন। এখানে পশ্চিম পাকিস্তানি আমলাদের ব্যবহারে অসন্তুষ্ট হয়ে ১৯৬৯ সালে চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেন এবং ব্যবসায় মনােনিবেশ করেন। ১৯৭১ সালে অবসর থেকে ফিরে মুক্তিযুদ্ধে সেক্টর। কমান্ডারের দায়িত্ব পালন করেন। যুদ্ধজয়ের কতিত্ব সাধারণ যােদ্ধাদের, এই উপলব্ধি থেকে বীর উত্তম খেতাব বর্জন করেন । স্বাধীনতার পর সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে সামনের কাতারে থেকে সংগঠকের ভূমিকা পালন করেছেন কাজী নূর-উজ্জামান। সাহসী এই যােদ্ধা, সংগঠক ২০১১ সালের ৬মে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।