প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
এ. এস বায়াট
তাঁর রচনা বহুমুখী এবং বিস্ময়কর বৈচিত্র্যে পূর্ণ। বায়াটের অসামান্য উপন্যাস "পজেশানস" বুকার পুরস্কারে ভূষিত হয়। লেখালেখির বাইরে তিনি লন্ডনের ইউনিভার্সিটি কলেজে ইংরেজি ও মার্কিন সাহিত্যে পাঠদান করছেন। বায়াটের সৃজনশীল সাহিত্যকর্মের মধ্যে রয়েছে "দি শ্যাডো অফ দি সান", "দি গেইম", "সুগার অ্যান্ড মাদার স্টোরিজ", "দি মাতিস স্টোরিজ” "দি ভার্জিন ইন দি গার্ডেন", এবং "স্টিল লাইফ”, "সুগার অ্যান্ড আদার স্টোরিজ", "দি মাতিস স্টোরিজ” এবং "বাবেল টাওয়ার।" সৃজনশীল সাহিত্যকর্ম ছাড়া সাহিত্য সমালোচনার ক্ষেত্রেও তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন। আমি ইতিপূর্বে বায়াটের "দি মাতিজ স্টোরিজ” বাংলায় অনুবাদ করেছি।