প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
অম্বিকাচরণ ঘোষ
১৮৮২ সালে যােগেন্দ্রনাথ গুপ্ত বিক্রমপুরে জন্মগ্রহণ করেন। ঢাকার জগন্নাথ কলেজে কিছুকাল অধ্যাপনা শেষে ইতিহাসচর্চা ও সাহিত্যসেবায় আত্মনিয়ােগ করেন। মাত্র ছাব্বিশ বছর বয়সে বিক্রমপুরের ইতিহাস নামে অসামান্য গ্রন্থ রচনা করেন। শিশুভারতী নামক কোষগ্রন্থের সম্পাদনা তাঁর উল্লেখযােগ্য অবদান। ঐতিহাসিক বিষয় নিয়ে কিশােরউপযােগী সরস গল্প রচনার ক্ষেত্রে যােগেন্দ্রনাথ ছিলেন অন্যতম পথিকৃৎ। হাতে লাঠি মাথায় কঁকড়া চুল, কানে তাদের গোঁজা জবা ফুল, মুখে হা-রে-রে পিলে চমকানাে ডাক’-তারাই বাঙলার ডাকাত। 'বাঙলার ডাকাত’- নামের ক্লাসিক গ্রন্থটি যােগেন্দ্রনাথ গুপ্তের রচনা। বাঙলার ডাকাত' একসময়ে পাঠকমহলে আলােড়ন সৃষ্টি করে। দলিলপত্র, কিংবদন্তী, ইতিবৃত্তর উপর ভিত্তি করে যােগেন্দ্রনাথ বাংলার এই দুর্ধর্ষ মানুষগুলির কাহিনী রচনা করেছিলেন। এই সব রােমাঞ্চকর কহিন অতীত দিনের বাংলা তথ্য বাংলা সাজত্রের কথা স্মরণ করিয়ে দেয়। মৃত্যু : ১৯৬৪