Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Dr. Khudiram Das books

follower

ডঃ ক্ষুদিরাম দাস

Dr. Khudiram Das জন্ম ৯ অক্টোবর ১৯১৬ বেলিয়াতোড়, বাঁকুড়া। মৃত্যু ২৮ এপ্রিল ২০০২ কৃষ্ণনগর, নদীয়া। শিক্ষাজীবন কেশবচন্দ্র মণ্ডলের পাঠশালা, বেলিয়াতোড় মধ্য ইংরেজি স্কুল, বাঁকুড়া জেলা স্কুল, বাঁকুড়া ওয়েলিয়ান মিশন (একালের ক্রিশ্চিয়ান) কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়। সংস্কৃত অনার্সে প্রথম শ্রেণি (১৯৩৭)। এম.এ. বাংলায় প্রথম শ্রেণিতে প্রথম (১৯৩৯)। স্বর্ণ ও রৌপ্যপদকে ভূষিত। বি.টি. (১৯৪১)। সংস্কৃত আদ্য, মধ্য, কাব্যতীর্থ ও কাব্যরত্ন উপাধি অর্জন। কর্মজীবন : স্কুল সাব-ইন্সপেক্টর হিসেবে কর্মজীবন শুরু (১৯৪২)। অধ্যাপনা (১৯৪২-১৯৮১) স্কটিশচার্চ কলেজ, কলকাতা উইমেন্স কলেজ, প্রেসিডেন্সি কলেজ, কোচবিহার ভিক্টোরিয়া কলেজ, কৃষ্ণনগর কলেজ, মৌলানা আজাদ কলেজ, হুগলি মহসীন কলেজ, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়। (১৯৭৩-১৯৮১)। শেষোক্ত বিশ্ববিদ্যালয়ে রামতনু লাহিড়ী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। রচিত গ্রন্থ:রবীন্দ্র-প্রতিভার পরিচয় (১৯৫৩), বাংলা কাব্যের রূপ ও রীতি (১৯৫৮), চিত্রগীতময়ী রবীন্দ্রবাণী (১৯৬৬), বৈষ্ণব-রস-প্রকাশ (১৯৭৩), সমাজ প্রগতি রবীন্দ্রনাথ (১৯৭৮), রবীন্দ্র কল্পনায় বিজ্ঞানের অধিকার (১৯৮৪), বাংলা বানানের বন্দরে (১৯৯৪), ১৪০০ সাল ও চলমান রবি (১৯৯৪), দেশ-কাল-সাহিত্য (১৯৯৫), সাঁওতালি বাংলা সমশব্দ অভিধান (১৯৯৮), বাছাই প্রবন্ধ (২০০০)। সম্পাদনা—কবিকঙ্কণ-চণ্ডী (১৯৭৬)।

ডঃ ক্ষুদিরাম দাস এর বই সমূহ

(Showing 1 to 10 of 10 items)

Recently Viewed