প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
সত্যেন্দ্রনাথ মজুমদার
সত্যেন্দ্রনাথ মজুমদারের জন্ম ১৮৯২, বাংলাদেশের ময়মনসিংহ জেলার টাঙ্গাইলে। পিতা মহিমচন্দ্র মজুমদার। আচার্য ব্রজেন্দ্রলাল শীলের সঙ্গ পেয়ে তিনি অধ্যয়নে বিশেষ মনোনিবেশ করেন। কলকাতা এসে বেলুড় মঠে কিছুদিন যাতায়াতের পর শ্রীশ্রীমায়ের নিকট দীক্ষিত হন। স্বামী সারদানন্দের উৎসাহে শুরু করেন স্বামীজির জীবনচরিত রচনা। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ। দেশবন্ধু সম্পাদিত ‘নারায়ণ’ পত্রিকায় সহ-সম্পাদক ছিলেন কিছুকাল। সুভাষচন্দ্র বসুর সঙ্গেও বিশেষ ঘনিষ্ঠতা। ১৯২২ খ্রিস্টাব্দে ‘আনন্দবাজার’ পত্রিকা প্রকাশিত হলে সম্পাদকীয় বিভাগে যোগদান। পরে প্রায় ২০ বছর এই পত্রিকার সম্পাদক। এছাড়াও যুক্ত ছিলেন ‘স্বরাজ’, ‘সত্যযুগ’, ‘অরণি’ পত্রিকার সঙ্গে। ১৯৫১ সালে রাশিয়া ও ইউরোপ ভ্রমণ। ছদ্মনাম : নন্দীভৃঙ্গী। কয়েকটি গ্রন্থ: বিবেকানন্দ চরিত, স্বাধীনতার দাবী, স্ট্যালিনের জীবনী, রূপযুদ্ধ, আমার। দেখা রাশিয়া, স্বৈরিণী (উপন্যাস), জওহরলালের আত্মচরিত (অনুবাদ)। প্রয়াণ: ১৬ অক্টোবর ১৯৫৪।