প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মাইকেল ওন্ডাটজে
মাইকেল ওণ্ডাটজের পুরাে নাম ফিলিপ ওণ্ডাটজে। জন্ম ১৯৪৩ সালের ১২ সেপ্টেম্বর শ্রীলংকায়। ১৯৫৪ সালে তিনি মায়ের সাথে ইংল্যাণ্ডে যান। ১৯৬২ সালে কানাডার নাগরিক হন। ওণ্ডাটজে টরােন্টো বিশ্ববিদ্যালয় থেকে বি.এ. এবং ওন্টারিওর কিংস্টনের কুইন’স বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৭১ থেকে ১৯৮৩ পর্যন্ত ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। পরে টরােন্টোর। গ্লেনডন কলেজে শিক্ষকতায় যােগ দেন। মাইকেল ওণ্ডাটজে ঔপন্যাসিক, জীবনস্মৃতিকার ও কবি হিসাবে খ্যাতি অর্জন করেছেন। তার বাল্যকালের অধিকাংশ সময় শ্রীলংকায় কাটে। ১৯৮২ সালে তার বাল্যের স্মৃতিচারণমূলক বই দ্য রানিং ইন দ্য ফ্যামিলি প্রকাশিত হয়। তিনি দ্য কালেকটেড ওয়ার্কস অব বিলি দ্য কিড (১৯৭০) এবং দেয়ার’স আ ট্রিক উইথ আ লাইফ আই এম লার্নিং টু ডু : কবিতা ১৯৭৩-১৯৭৮ (১৯৭৯) এর জন্য গভর্নর জেনারেলস লিটারারি এওয়ার্ডস লাভ করেন। তার লেখা বিখ্যাত উপন্যাসগুলাের মধ্যে দ্য ইংলিশ পেশেন্ট- যা বুকার প্রাইজ ১৯৯২, দ্য কানাডা অস্ট্রেলিয়া প্রাইজ এবং কানাডিয়ান গভর্নর জেনারেলস লিটারারি এওয়ার্ড লাভ করে। ইংলিশ পেশেন্ট মােশন পিকচার হিসাবে একাডেমী এওয়ার্ডও লাভ করে। তার লেখা অন্যান্য পুরস্কারপ্রাপ্ত গ্রন্থের মধ্যে বিশেষভাবে উল্লেখযােগ্য ইন দ্য স্কিন অব আ লায়ন (১৯৮৭), কামিং থ্রো স্লটার (১৯৭৬) অনিল’স ঘােস্ট ইত্যাদি।