প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
মোহাম্মদ হাশেম
১৯৪৭ সালের ১০ জানুয়ারি নােয়াখালীতে মােহাম্মদ হাশেমের জন্ম। তিনি সুধারামের শ্রীকৃষ্ণপুর গ্রামের মুক্তিযােদ্ধা মাস্টার দেলওয়ার হােসেন ও জায়েদা খাতুনের জ্যেষ্ঠ সন্তান। নিজ গ্রামে প্রাথমিক শিক্ষা শেষ করার পর ঢাকায় পুরানা পল্টন লাইন হাইস্কুল, সরকারি জগন্নাথ কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে তার শিক্ষাজীবন অতিবাহিত হয়। নােয়াখালীর সমৃদ্ধ লােকগীতি, ছড়া, প্রবাদ তথা লােকসাহিত্য থাকলেও আঞ্চলিক গান ছিল না। ১৯৭৩-৭৪ সালের দিকে নােয়াখালীর আঞ্চলিক গান প্রথম লেখা শুরু করেন। মােহাম্মদ হাশেম। আঙ্গো বাড়ি নােয়াখালী রয়াল ডিস্টিক ভাই’ ও ‘রিকশাআলা কুচকাই চালা ইস্টিশন যাইয়াম’ এ দুটো গান দিয়ে তারই শুধু নয়, নােয়াখালীর আঞ্চলিক গানেরও শুরু। সে থেকে তিনি লিখে যাচ্ছেন অবিরাম। এ পর্যন্ত তিনি সহস্রাধিক আঞ্চলিক গান লিখেছেন। এর বাইরে আছে তার আরও শ'পাঁচেক আঞ্চলিক গান ও পলীগীতি। তার নামের সঙ্গে নানা অভিধা যুক্ত হলেও সব মহলে তিনি নােয়াখালীর আঞ্চলিক গানের সম্রাট’ নামেই বেশি পরিচিত। বাংলাদেশে মােহাম্মদ হাশেম সেই বিরল। প্রতিভার অধিকারী যার মধ্যে একইসঙ্গে গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী—এ তিন প্রতিভার সার্থক সম্মিলন ঘটেছে। বাংলাদেশের বেতার, টেলিভিশন ও মঞ্চে রয়েছে। তার সমান পদচারণা। তিনি বাংলাদেশের বেতার ও বিটিভির বিশেষ শ্রেণির শিল্পী। তিনি আঞ্চলিক গান, আধুনিক গান ও পলীগীতির চর্চা করলেও আঞ্চলিক গানেই প্রতিভার সর্বোচ্চ বিকাশ ঘটিয়েছেন।