clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Rouf Arif books

follower

রউফ আরিফ

রউফ আরিফ জন্ম : ৪ মে ১৯৬০। গ্রাম: আনখােলা, পাে: কুমড়া কাশিপুর, থানা: হাবড়া, জেলা: ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ, ভারত। সাম্প্রদায়িক পৈশাচিকতার শিকার হয়ে ১৯৬৪ সালে পরিবার পরিজনদের সাথে গ্রাম ছেড়ে তদানীন্তন পূর্ব পাকিস্তানে চলে আসেন যশাের সদর থানার জঙ্গল বাধাল রিফিউজি কলেতে বাস্তবতার ঠোর খেতে খেতে বেড়ে ওঠেন। বর্তমান বসবাস নড়াইল সদর-এর আফরা গ্রামে। লেখাপড়ায়ও ধরাবাহিকতা রাখতে পারেননি। জঙ্গল বাঁধাল প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শুরু হলেও স্বাধীনতা পরবর্তী সময়ে আবার পশ্চিবঙ্গে ফিরে যান। নিজ গ্রামে বসবাস শুরু করেন। ১৯৭৭ সালে দক্ষিণ নাংলা কে ইউ ইনেসটিটিউশন থেকে মাধ্যমিক পাস করেন। কিন্তু ১৯৭৯ সালে আবার তাকে বাংলাদেশে ফিরে আসতে হয়। নতুন ভাবে শুরু করতে হয়। বর্তমান সাতক্ষীরা জেলার তালা থানাধীন কুমিরা হাইস্কুল থেকে ১৯৮০ সালে মাধ্যমিক পাস করেন। ১৯৮৪ সালে যশাের এম এম কলেজ থেকে উচ্চমাধ্যমিক (অনিয়মিত) এবং ১৯৮৮ সালে বি.এ (অনিয়মিত) পাশ করেন। ছেলেবেলা থেকেই পত্রপত্রিকায় নিয়মিত লিখে আসছেন। বেতার নাট্যকার হিসেবেও রয়েছে বিশেষ পরিচিতি। মৌলিক লেখার পাশাপাশি তিনি একজন সফল অনুবাদকও। প্রেমা তার প্রথম প্রকাশিত কাহিনী কাব্য। এরপর তার প্রকাশিত বইয়ের তালিকায় রয়েছে- সমরসেট মম, আলমদিনা গ্রান্ডিস, ইনিড ব্লাইটন, স্কট ও ডেল, উইলিয়াম স্টেইগ, সিডনি সেলডান-এর মতাে বিশ্বনন্দিত লেখকদের পাঠকপ্রিয় গ্রন্থসমুহের অনুবাদ। সব মিলিয়ে প্রকশিত বইয়ের সংখ্যা ছাব্বিশ।।

রউফ আরিফ এর বই সমূহ

(Showing 1 to 27 of 27 items)

Recently Viewed