Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Muhammad ouahiduzzaman books

follower

মোহাম্মদ ওয়াহিদুজ্জামান

মােহাম্মদ ওয়াহিদুজ্জামান (ওয়াহিদ বিশ্বাস), ডাক নাম শ্রাবণ মায়ের দেওয়া, জন্ম ১২ জানুয়ারি ১৯৮২। ফরিদপুর জেলার বােয়ালমারী থানার কলিমাঝী গ্রামে। বর্তমানে ঢাকা সেনানিবাস এলাকায় বসবাসরত। পিতা মরহুম ময়েন উদ্দিন বিশ্বাস। তিনি সাবেক সেনা অফিসার ছিলেন, মাতা আয়েশা পারভীন, বাবা-মায়ের দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে তিনি দ্বিতীয় সন্তান। কবির স্ত্রী মাহফুজা খাতুন সুমা, সাবেক শিক্ষিকা। তাঁদের দুটি ছেলেসন্তান। শিক্ষা : ঢাকার তেজগাঁও মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি, আদমজী। ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি, তেজগাঁও কলেজ ঢাকা থেকে বিএসএস (অনার্স) ও এমএস (রাষ্ট্রবিজ্ঞান) ডিগ্রি অর্জন করেন। প্রথমে ঢাকা মর্ডান কলেজ মিরপুরে শিক্ষাকতা পেশা শুরু করেন। এরপর ওই পেশা ছেড়ে ব্যাংক এশিয়া লি.-এ যােগদান করেন এবং কর্মরত আছেন। স্কুল ও কলেজে পড়ার সময় থেকেই বিটিভিতে অভিনয়, মঞ্চনাটক, বিভিন্ন কবিতা আবৃত্তি সংগঠন এবং সামাজিক সংগঠনের সাথে জড়িত। প্রথম কবিতা প্রকাশিত হয় দৈনিক বর্তমান পত্রিকায় ‘আষাঢ়ের বৃষ্টিতে। বিশেষ করে তিনি নাটক, কবিতা, ছােটগল্প, লিখে থাকেন। তার প্রকাশিত প্রথম কবিতার বই রাজঘাট থেকে রাজপাড়া। আগামীতে আরাে কিছু বই পাঠকের হাতে আসবে তার মধ্যে অন্যতম কবিতার বই ‘টোকাই’ এবং বাচ্চাদের জন্য লেখা চাঁদের হাট’ উল্লেখ্য।

মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এর বই সমূহ

(Showing 1 to 6 of 6 items)

Recently Viewed