clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Dr. Begum jahan Ara books

followers

ড. বেগম জাহান আরা

ড. বেগম জাহান আরা। জন্ম : ১৩ সেপ্টেম্বর, ১৯৩৭ সাল, রাজশাহী। এম.এ. (বাংলা, প্রথম শ্রেণি, প্রথম, ঢাকা বিশ্ববিদ্যালয়); বি.এড (প্রথম শ্রেণি, প্রথম, ঢাকা বিশ্ববিদ্যালয়); এম.এসসি. (ভাষাবিজ্ঞান, এক বছর মেয়াদি ডিগ্রি, প্রথম শ্রেণি, পুনে বিশ্ববিদ্যালয়, ভারত); পিএইচ.ডি. (ভাষাবিজ্ঞান, পুনে বিশ্ববিদ্যালয়); অধ্যাপনা : আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৭৫-২০০১); অধ্যাপনা : ইউল্যাব, ঢাকা। (২০০৭-২০১৪)। উচ্চারণের ১২টা পাঠ নিয়ে ৩টা পূর্ণ ক্যাসেট, ১টা সিডি, দূরশিক্ষণের মডিউল পাঠসহ উচ্চারণের ক্যাসেট করেছেন। সাংবাদিকতা : বাংলার বাণী (১৯৭৩-৭৫), সংবাদ (১৯৭৫১৯৭৯)। রেডিও টেলিভিশনে প্রমিত বাঙলা’র গবেষণামূলক অনুষ্ঠান উপস্থাপনা এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন (১৯৭৩-২০১৫); রেডিও টেলিভিশনে নজরুল গীতি পরিবেশেন করেছেন (১৯৭৩-১৯৮৩)। উপন্যাস, ছােটগল্প, প্রবন্ধ, শিশুসাহিত্য, গবেষণাগ্রন্থ ও পাঠ্যপুস্তক মিলিয়ে প্রায় ১০০টি গ্রন্থ প্রকাশিত। পুরস্কার : ঢাকা বিশ্ববিদ্যালয় মেধা পুরস্কার; ভাষাবিজ্ঞানি সম্মাননা, ঢাকা বিশ্ববিদ্যালয়; কেন্দ্রীয় লালন পরিষদ পুরস্কার; দেওয়ান মােহাম্মদ আজরফ ফাউন্ডেশন পুরস্কার; কমর মুশতারি স্মৃতি পুরস্কার, সংগীতে ১০টি সােনার পদক ও ২০টি রুপাের পদক ইত্যাদি। এখনও সক্রিয় আছেন বাংলা ভাষার গবেষণায়। বর্তমানে প্রমিত বাংলা উচ্চারণ, প্রমিত বাংলা বানান এবং প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ তাঁর গবেষণার বিষয়। পত্র-পত্রিকায় লেখেন নিয়মিত। ব্যক্তিজীবনে বন্ধুসুলভ, সংগ্রামী ও পরিশ্রমী ।

ড. বেগম জাহান আরা এর বই সমূহ

(Showing 1 to 13 of 13 items)

Recently Viewed