প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
মোঃ শরীফ হোসেন
মাে. শরীফ হােসেনের কল্পনার উর্বশী' কাব্যগ্রন্থের কবিতাগুলােতে প্রেমানুষঙ্গ এবং সমকাল-ভাবনা। বিশেষভাবে স্থান পেয়েছে সমকালীন বহির্জীবনের সাথে তিনি ওতপ্রােতভাবে জড়িয়ে দিয়েছেন আপন ব্যক্তিতাকে যার ফলে তাঁর কবিতায় বিষেশভাবে প্রকাশ পেয়েছে ব্যক্তিগত জীবনবােধ। কালজয়ী বাকপ্রতিমা সৃষ্টি তাঁর কাব্যের বিশেষ গুণ । আমরা আশাকরছি, পাঠক তাঁর কবিতা পাঠে আনন্দ পাবেন। কবিতা, গল্প ও প্রবন্ধে তিনি। সমান পারদর্শী ভাষা শিক্ষা বাংলা, বাংলা ভাষার ব্যাকরণ ও রচনা, বাংলা বানানের সাধারণ নিয়ম, ঘরভাঙ্গা নদী ছােট গল্প) তাঁর রচিত গ্রন্থ। কালােত্তীর্ণ রেবতী মােহন বর্মণ, দেশ-বিদেশের রূপকথা ও উপকথা, ভ্রমণের পথে (খ্যাতিমান সাহিত্যিকদের ভ্রমণ বৃত্তান্ত), কিশাের গল্প সমগ্র-১, কিশাের গল্প সমগ্র-২ ইত্যাদি তার সম্পাদিত গ্রন্থ। মাে. শরীফ হােসেন ১৯৫৮ সনে কিশােরগঞ্জের ভৈরব উপজেলার লুন্দিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।