Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Abdur Rouf books

follower

আবদুর রউফ

আবদুর রউফ সমাজ, রাজনীতি, ইতিহাস ও ঐতিহ্য-সচেতন মানুষ। তার জন্ম ১৯৩৩ সালের ১১ই নভেম্বর কিশােরগঞ্জ জেলার ভৈরব উপজেলায়। ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ভাষা-আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল ছাত্র-সংসদ এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র-সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৬২ সালে পাকিস্তান নৌবাহিনীতে যােগ দেওয়ার পর বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের সাথে যুক্ত হন। এই সংগ্রামে সক্রিয় থাকায় আগরতলা মামলার আসামী হিসেবে তাঁকেও আটক করা হয়। পরবর্তী পর্যায়ে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে সকলের সাথে মুক্ত হন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন পরিচালিত যৌথ গেরিলা বাহিনীর অন্যতম পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর স্বল্প সময়ের জন্য তিনি ন্যাপের অন্যতম সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৭২ সালের শেষ দিকে বঙ্গবন্ধুর নির্দেশে নৌবাহিনীতে যােগদান করেন । ১৫ই আগস্ট সংঘটিত হওয়ার পর তাঁকে গ্রেফতার করা হয় এবং নৌবাহিনী থেকে অপসারণ করা হয়। বিভিন্ন সময়ে তিনি নরসিংদি কলেজ ও চট্টগ্রাম রাঙ্গুনিয়া কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। ঢাকা শাহীন স্কুলের উপাধ্যক্ষ হিসেবেও তিনি কিছুদিন কর্মরত ছিলেন। ২০০৪ সালে সকল কর্মকাণ্ড থেকে অবসর গ্রহণ করে লেখালেখি ও সামাজিক কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট হন। আগরতলা মামলা ও আমার নাবিক জীবন, আমার ছেলেবেলা ও ছাত্ররাজনীতি, বন থেকে বন্দর, যুগসন্ধির সুরধ্বনি, মুক্তিস্নান – এগুলাে তাঁর রচিত গ্রন্থ। এই জনপদের মানুষের মুক্তিকাক্ষায় আবদুর রউফ নিয়ত চিন্তাশীল ও সংগ্রামশীল। কট কন্যা উপন্যাসটি তাঁর সেই চিন্তারই ফসল।

আবদুর রউফ এর বই সমূহ

(Showing 1 to 11 of 11 items)

Recently Viewed