clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Fokir Eleyas books

follower

ফকির ইলিয়াস

ফকির ইলিয়াস মূলত কবি প্রাবন্ধিক, গল্পকার, গ্রন্থসমালােচক। সাংবাদিক হিসেবেও রয়েছে তার ব্যাপক পরিচিতি। প্রবাসে বাংলা সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি- লালন ও চর্চায় তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। এযাবৎ তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা আঠারােটি। উল্লেখযােগ্য কাব্যগ্রন্থঅবরুদ্ধ বসন্তের কোরাস, বৃত্তের ব্যবচ্ছেদ, গুহার দরিয়া থেকে ভাসে সূর্যমেঘ, ছায়াদীর্ঘ সমুদ্রের গ্রাম, গহীত গ্রাফগদ্য, অনির্বাচিত কবিতা, প্যারিস সিরিজ ও অন্যান্য কবিতা। এছাড়াও-‘শহীদ কাদরীর দরবারের দ্যুতি(প্রবন্ধ সংকলন), সাহিত্যের শিল্পঋণ(প্রবন্ধ সংকলন), কবিতার বিভাসূত্র (প্রবন্ধ সংকলন), চৈতন্যের চাষকথা (গল্প সংকলন), অনন্ত আত্মার গান' (গীতি সংকলন)এর জন্য তিনি নন্দিত হয়েছেন পাঠক মহলে। সমসাময়িক রাজনীতি ও সমাজ নিয়ে তাঁর প্রবন্ধগ্রন্থ ‘মুক্তিযুদ্ধের মানচিত্র ও স্বাধীনতার উত্তরাধিকার এবং মুক্তিযুদ্ধ নিয়ে উপন্যাস মেঘাহত চন্দ্রের প্রকার- গ্রন্থ দুটিতে তিনি দক্ষতার সাথে বর্ণনা করেছেন বাঙালি জাতির মুক্তি সংগ্রামের চাওয়া-পাওয়া।। তাঁর লেখা নিয়মিত ছাপা হচ্ছে ঢাকা, কলকাতা, লন্ডন, নিউইয়র্ক, কানাডা, সুইডেন, ইতালী, অষ্ট্রেলিয়া, জাপান। সহ দেশে-বিদেশের বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক, ম্যাগাজিন, সাহিত্যপত্রে। ওয়েব, ব্লগ, ই-নিউজ গ্রুপেও তিনি লিখছেন নিয়মিত । সাহিত্য কর্মের জন্য তিনি ফোবানা সাহিত্য পুরস্কার, ঠিকানা শ্রেষ্ঠ গ্রন্থ পুরষ্কার, কবিতাস্বজন প্রীতি সম্মাননা, মৃত্তিকায় মহাকাল আবৃত্তি উৎসব স্মারক-পেয়েছেন। তিনি ‘দ্য একাডেমী অব আমেরিকান পােয়েটস, দ্য অ্যামেনেষ্টি ইন্টারন্যাশনাল, কমিটি টু প্রটেক্ট জার্নালিষ্টস, আমেরিকান ইমেজ প্রেস, - এর সদস্য। সহধর্মিনী কবি ফারহানা ইলিয়াস তুলি ও দুকন্যা নাহিয়ান ইলিয়াস ও নাশরাত ইলিয়াসকে নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন নিউইয়র্কে।

ফকির ইলিয়াস এর বই সমূহ

(Showing 1 to 21 of 21 items)

Recently Viewed