প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
মোহাম্মদ আসাদুজ্জামান
কবি মােহাম্মদ আসাদুজ্জামান ০১ জানুয়ারি, ১৯৫৭ সালে শেরপুর জেলাস্থ শ্রীবরদী উপজেলাধীন কাকিলাকুড়া ইউনিয়নের গড়খােলা গ্রামে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম- মােঃ আখতারুজ্জামান সরকার (ছােটো মিয়া) এবং মাতার নাম- রমিছা খাতুন। নিজ বাড়িতে দাদার গড়া মক্তবে লেখা-পড়ায় হাতে খড়ি। গােরবীকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , গােবরীকুড়া এ. কে. উচ্চ বিদ্যালয়, টেঙ্গুর পাড়া উচ্চ বিদ্যালয় এবং জামালপুর আশেক মাহমুদ কলেজ-এ অধ্যয়ন করেন । ১৯৭৯ শিক্ষাবর্ষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতকোত্তর এবং পরবর্তীতে এল.এল.বি. ডিগ্রী লাভ করেন। বিশিষ্ট কবি, সংগীত পরিচালক মােঃ হাবিবুর রহমানের কাছে ১৯৭২ সালে সংগীতে তালিম নেয়া শুরু করেন। ছায়ানট সংগীত বিদ্যায়তন থেকে রবীন্দ্র সংগীত এবং লােক সংগীত বিষয়ে পাঁচ বছর মেয়াদি দু'টো সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ তিনি।। বিশ্ব নাট্যজন রামেন্দু মজুমদারের হাত ধরে থিয়েটার নাট্য গােষ্ঠীর হয়ে মঞ্চ নাটকে অভিয় শুরু করেন ১৯৮১ থেকে। দেশে-বিদেশের মঞ্চে অভিনয় করে বিশেষভাবে প্রশংসিত হােন। বর্তমানে তিনি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার, কণ্ঠশিল্পী এবং নাট্যশিল্পী।